চট্টগ্রামে অবৈধ রাস্তা কাটায় বাধা, প্রবাসীর ওপর সন্ত্রাসী হামলা
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৪:৪৬, ১৬ নভেম্বর ২০২৫
চট্টগ্রামে অবৈধ রাস্তা কাটায় বাধা, প্রবাসীর ওপর সন্ত্রাসী হামলা। ছবি: সমাজকাল
চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ মুহুরি পাড়া এলাকায় সিটি কর্পোরেশনের নাম ব্যবহার করে অবৈধভাবে নতুন রাস্তা কেটে পানি লাইন বসানোর চেষ্টা চলছিল—এ অভিযোগে বাধা দিতে গিয়ে প্রবাসী মো. আব্দুল মালেক সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন বলে স্থানীয়দের দাবি। ঘটনাটি ঘটে শুক্রবার গভীর রাতে ২৪ নম্বর ওয়ার্ডের হাজী ইব্রাহীম সদাগরের বাড়ির সামনে।
প্রবাসী মালেক জানান, রাতের অন্ধকারে রাস্তা কাটতে দেখে তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞেস করেন—“রাতে রাস্তা কাটার অনুমোদন আছে কিনা?”
এর পরপরই উপস্থিত কয়েকজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলে পড়ে এবং ধারালো ছুরি দিয়ে কোপাতে থাকে বলে তিনি অভিযোগ করেন।
মালেকের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, তাকে ২৪ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে (অবজারভেশন) রাখা হয়।
স্থানীয় বাসিন্দারা বলেন, সিটি কর্পোরেশনের অনুমোদন ছাড়া রাতের বেলায় রাস্তা কাটা তাদের এলাকায় নতুন নয়। এর বিরুদ্ধে কথা বলায় একজন প্রবাসীর ওপর ছুরিকাঘাত অত্যন্ত উদ্বেগজনক। দোষীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং সঠিক বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।
একজন বাসিন্দা সমাজকালকে বলেন—“এভাবে প্রশাসনের নাম ব্যবহার করে রাতের বেলায় রাস্তা কাটে আর সাধারণ মানুষ প্রতিবাদ করলেই হামলার শিকার হন। এটা বন্ধ হতেই হবে।”
ডাবলমুরিং থানার একটি নির্ভরযোগ্য সূত্র সমাজকালকে জানায়—“এ ঘটনার বিষয়ে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
