মাদারীপুর সরকারি কলেজের নিষিদ্ধ সংগঠনের নেতা গ্রেপ্তার
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৩:৪৪, ১৬ নভেম্বর ২০২৫
মাদারীপুর সরকারি কলেজের ছাত্রলীগের নেতা জাহিদুল ইসলাম শিশির। ছবি: সংগৃহীত
মাদারীপুর সরকারি কলেজের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা জাহিদুল ইসলাম শিশিরকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৬ নভেম্বর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে নিজ বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া শিশির উপজেলার রমজানপুর ইউনিয়নের উত্তর রমজানপুর গ্রামের ভাষাই বেপারীর ছেলে।
কালকিনি থানা পুলিশ জানায়, ভোররাতে বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম সোহেল রানা বলেন, “শিশিরের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। সেই মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।”
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারের পর শিশিরকে থানা হেফাজতে রাখা হয়েছে এবং মামলার আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।
