আসামির বক্তব্য ভাইরাল, আরএমপির ৪ পুলিশ সদস্য বরখাস্ত
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: ১৪:২৭, ১৬ নভেম্বর ২০২৫
ছবি: ফাইলফটো
বিচারকের ছেলে হত্যাকাণ্ডে গ্রেপ্তার আসামির পুলিশ হেফাজতে দেওয়া ভিডিও–বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) চার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) বিকেলে আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এ আদেশ দেন।
বরখাস্ত চার সদস্য হলেন—উপপরিদর্শক (এসআই) আবু শাহাদাত, কনস্টেবল আব্দুস সবুর, মাহফুজার রহমান ও মিঠু সরদার। তারা সবাই নগরের রাজপাড়া থানায় দায়িত্ব পালন করছিলেন। বরখাস্তের পর তাদের পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
রাজশাহী মহানগর দায়রা জজের ছেলে তাওসিফ রহমান সুমন (১৭) হত্যাকাণ্ড এবং তার মা তাসমিন নাহার লুসী (৪৪) হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার হওয়া লিমন মিয়া (৩৪) পুলিশের হেফাজতে থাকাকালীন গণমাধ্যমে বক্তব্য দেন। কোন পরিস্থিতিতে আসামির বক্তব্য রেকর্ড ও প্রকাশ হলো—এ প্রশ্নে সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোচনা তৈরি হয়।
আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, আসামির বক্তব্য ভাইরাল হওয়ায় অভ্যন্তরীণ তদন্তে চার পুলিশ সদস্যের দায়িত্বে অবহেলা স্পষ্ট হয়েছে। এ কারণে তাদের বরখাস্ত ও প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি বলেন, ‘কারও গাফিলতি থাকলে ছাড় দেওয়া হবে না। তদন্ত চলছে, আরও যাদের অবহেলা পাওয়া যাবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে এ ঘটনায় আদালত রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু সুফিয়ানকে কারণ দর্শানোর নোটিশ দেন। কেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না—তা জানাতে তাকে ব্যক্তিগতভাবে আদালতে হাজির হতে বলা হয়েছে।
এই হত্যাকাণ্ড ও আসামির বক্তব্য ভাইরাল হওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজশাহীর আইনশৃঙ্খলা বাহিনীতে ব্যাপক অস্থিরতা দেখা দিয়েছে। তদন্ত চলছে, এবং পর্যবেক্ষকরা বলছেন—এই মামলার প্রতিটি ধাপ এখন জনমনে বিশেষ নজর কাড়ছে।
