মেক্সিকোতে জেন-জি বিক্ষোভে রক্তক্ষয়ী সংঘর্ষ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫:২৩, ১৬ নভেম্বর ২০২৫
মেক্সিকোতে জেন-জি বিক্ষোভে রক্তক্ষয়ী সংঘর্ষ। ছবি: সংগৃহীত
মেক্সিকোতে প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমের নিরাপত্তা নীতি এবং মাদক সহিংসতার বিরুদ্ধে জেন-জির ডাকে অনুষ্ঠিত বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে। স্থানীয় সময় শনিবার (১৫ নভেম্বর) মেক্সিকো সিটির কেন্দ্রীয় এলাকায় অনুষ্ঠিত এই আন্দোলনে সংঘর্ষে কমপক্ষে ১২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আহতদের মধ্যে অধিকাংশই পুলিশ কর্মকর্তা, যাদের ৪০ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে জেনারেশন-জি প্রতিনিধিদের আহ্বানে বিক্ষোভ ডাকা হলেও বিভিন্ন বয়সের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের নিরাপত্তা নীতিকে “ব্যর্থ” দাবি করে সম্প্রতি ঘটে যাওয়া একাধিক উচ্চপ্রোফাইল হত্যাকাণ্ডের বিচার ও কাঠামোগত পরিবর্তনের দাবি তোলেন।
২০২৪ সালের অক্টোবরে দায়িত্ব গ্রহণের পর শেইনবাউম ৭০ শতাংশের ওপরে জনপ্রিয়তা ধরে রাখলেও তার প্রশাসন মাদক-সংশ্লিষ্ট সহিংসতা নিয়ন্ত্রণে ব্যর্থ—এমন অভিযোগ জোরালো হচ্ছে।
মেক্সিকো সিটির নিরাপত্তা প্রধান পাবলো ভাজকুয়েজ জানান, বিক্ষোভ শুরুতে শান্তিপূর্ণ হলেও একদল উত্তেজনাকরী ব্যক্তি ভাঙচুর শুরু করলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের বাধা দিতে গিয়ে প্রচুর পুলিশ আহত হন।
তিনি বলেন, “কয়েক ঘণ্টা শান্তিপূর্ণ থাকার পর একদল ব্যক্তি হঠাৎ সহিংসতা শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।”
ভাজকুয়েজ জানান, হামলা, ভাঙচুর ও ডাকাতির অভিযোগে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া একটি স্থানীয় পত্রিকার সাংবাদিক হামলার শিকার হয়েছেন—এ তথ্যও নিশ্চিত করেছে প্রশাসন।
