শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

| ১ অগ্রাহায়ণ ১৪৩২

বিবিসির বিরুদ্ধে ৫ বিলিয়ন ডলারের মামলা করবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১:৩৭, ১৫ নভেম্বর ২০২৫

বিবিসির বিরুদ্ধে ৫ বিলিয়ন ডলারের মামলা করবেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে ভুলভাবে উপস্থাপনের অভিযোগে বিবিসির বিরুদ্ধে বহুমূল্যের মামলা করার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। শুক্রবার সন্ধ্যায় এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি জানান, “আমরা তাদের বিরুদ্ধে ১ থেকে ৫ বিলিয়ন ডলারের মামলা করব। এটি সম্ভবত আগামী সপ্তাহেই হবে।”
বিবিসি তাদের বিবৃতিতে স্বীকার করেছে—২০২১ সালের ৬ জানুয়ারির নির্বাচনতথ্য সংশ্লিষ্ট বিতর্কিত বক্তৃতাটি এমনভাবে সম্পাদিত হয়েছিল, যাতে ভুলভাবে মনে হতে পারে যে “ট্রাম্প সরাসরি সহিংসতায় উসকানি দিয়েছেন।”
এই ভুলের জন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেছে বিবিসি, তবে আর্থিক ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানিয়েছে।
ঘটনার পরপরই বিবিসির মহাপরিচালক টিম ডেভি ও হেড অব নিউজ ডেবোরা টারনেস পদত্যাগ করেন।
ট্রাম্প বলেন—“তারা প্রতারণা করেছে। আমার মুখের কথা বদলে দিয়েছে। আমি বাধ্য হয়েছি এই মামলা করতে।”
তিনি আরও জানান, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে এ বিষয়ে এখনও কথা বলেননি, তবে সপ্তাহান্তে ফোনে কথা হতে পারে।
সপ্তাহের শুরুতেই ট্রাম্পের আইনজীবীরা বিবিসিকে ১ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ দাবি করে নোটিশ পাঠান।এখনও পর্যন্ত যুক্তরাষ্ট্রের কোনো আদালতে মামলা গ্রহণ হয়নি; ফ্লোরিডার ফেডারেল ও স্টেট কোর্ট সপ্তাহান্তে বন্ধ থাকায় আলোচনাটি আরও গতি পায়নি।
শনিবার জিবি নিউজে ট্রাম্প এক সাক্ষাৎকারে বলেন—“আমি এমন কিছু কোনোদিন দেখিনি। এটি সিবিএসের কমালা হ্যারিস সাক্ষাৎকার বিকৃতির চেয়েও ভয়াবহ।”
উল্লেখ্য, জুলাইয়ে সেই বিতর্কিত সিবিএস সাক্ষাৎকার মামলায় ট্রাম্প প্যারামাউন্ট গ্লোবাল থেকে ১৬ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পেয়েছিলেন।
বিবিসি তাদের আনুষ্ঠানিক জবাবে পাঁচটি গুরুত্বপূর্ণ যুক্তি তুলে ধরে—প্যানোরামা পর্বটি যুক্তরাষ্ট্রে সম্প্রচারিত হয়নি—এটি কেবল ব্রিটিশ দর্শকদের জন্য ছিল।ক্লিপটি ট্রাম্পের রাজনৈতিক ক্ষতি করেনি—কারণ পরবর্তীতে তিনি পুনর্নির্বাচিত হয়েছিলেন।

উদ্দেশ্যপ্রণোদিত নয়, বরং দীর্ঘ বক্তব্য সংক্ষেপ করার সময় অনিচ্ছাকৃত ভুল হয়েছিল।
পুরো প্রোগ্রামে ছিল একাধিক দৃষ্টিভঙ্গি, ট্রাম্প সমর্থকদের সাক্ষাৎকারও অন্তর্ভুক্ত ছিল।
মতপ্রকাশের স্বাধীনতা ও জনস্বার্থ যুক্তরাষ্ট্রে অত্যন্ত সুরক্ষিত, তাই মানহানির মামলা টিকে থাকার সম্ভাবনা কম।
বিবিসি চেয়ারম্যান সামির শাহও হোয়াইট হাউসে চিঠি পাঠিয়ে দুঃখ প্রকাশ করেছেন। কর্পোরেশনের অভ্যন্তরে আত্মবিশ্বাস রয়েছে—তাদের আইনি অবস্থান শক্ত।
ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, তিনি ‘ভবিষ্যতে এমন ভ্রান্ত সম্পাদনা ঠেকাতে’ এই মামলা করতে বাধ্য। এখন নজর—আসন্ন সপ্তাহে ফ্লোরিডায় আসলেই মামলাটি দায়ের হয় কি না।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

চাঁপাইনবাবগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে জামায়াতের মিছিল
আসিফ আকবরের ‘ফুটবল বিদ্বেষী’ বক্তব্যের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন
বিশ্বমঞ্চের লাইমলাইট চুরি করেছেন ঐশ্বরিয়া রাই একাই…
তারেক রহমান ক্ষমতায় এলে রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিত হবে
সীতাকুণ্ডে ঝোপের ভেতর পরিত্যক্ত অবস্থায় ৩ পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার করল র‌্যাব-৭
আমরা ইউনূসের সনদ রিজেক্ট করেছি। আমরা জনতার সনদ তৈরি করব : সেলিম
রাজধানীতে নাশকতার প্রস্তুতি, নিষিদ্ধ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
সরকার দরদ দেখিয়েছে, দায় দেখায়নি’ — নাসীরুদ্দীন পাটওয়ারী
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল, বিনিয়োগকারীদের মনে অনিশ্চয়তা
ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সময় ৪ সপ্তাহ
জেনেভা ক্যাম্পে গোপন কারখানা থেকে ৩৫ ককটেল উদ্ধার
কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে কয়েদির মৃত্যু
বাংলাদেশকে হারিয়ে বিশ্বকাপ বাছাই নিশ্চিত করল পাকিস্তান
শয্যাশায়ী ধর্মেন্দ্রর ভিডিও ফাঁস তীব্র ক্ষোভে অমিতাভ–জয়া বচ্চন
হাসিনার রায় ঘোষণায় বিশৃঙ্খলা হলে দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর—আমির খসরু
রঙ্গনার ফুটেজ ফাঁস: ক্ষুব্ধ শাবনূর
‘তিন উপদেষ্টা সঠিক নির্বাচন বাধাগ্রস্ত করছেন’—অপসারণের দাবিতে ডা. তাহের
ক্যালিফোর্নিয়ার নতুন ভোটিং মানচিত্রে ‘ডেমোক্র্যাট সুবিধা’ মামলা করল ইউএস জাস্টিস ডিপার্টমেন্ট
একাধিক শিক্ষার্থীকে যৌন হেনস্তার অভিযোগে ঢাবি শিক্ষক এরশাদ হালিম আদালতে চালান
সুদান সংকট নিয়ে জাতিসংঘের উদ্বেগ বাড়ছে, আল-ফাশির ঘটনায় তদন্তের দাবি তীব্র