ছাঁটাইয়ের মধ্যেও ট্রাম্প প্রশাসনে ৫০ হাজার নতুন নিয়োগ
প্রকাশ: ১৭:৪৪, ১৪ নভেম্বর ২০২৫
মার্কিন ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্টের একজন কর্মচারীর পোলো শার্টে মার্কিন ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)-এর ব্যাজ। ছবি: রয়টার্স
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রশাসনে একই সঙ্গে বড় ধরনের ছাঁটাই ও ব্যাপক নতুন নিয়োগ—দুটি প্রক্রিয়াই চলছে সমান্তরালে। সরকারি ব্যয় কমানো এবং প্রশাসনিক কাঠামো ছোট করার কথা বললেও, জাতীয় নিরাপত্তা খাতকে আরও শক্তিশালী করতে নিয়োগ-প্রক্রিয়া জোরদার করেছে হোয়াইট হাউস।
রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে ফেডারেল সরকারের মানবসম্পদ পরিচালক স্কট কুপোর জানান, এখন পর্যন্ত ৫০ হাজার নতুন সরকারি কর্মী নিয়োগ দেওয়া হয়েছে, যার বড় অংশই জাতীয় নিরাপত্তা খাতে—বিশেষ করে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)-এ। তাঁর ভাষায়, `আমরা যে খাতগুলোকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করি, সেখানে কর্মী পুনর্বিন্যাস করাই আমাদের লক্ষ্য।‘
অন্যদিকে, প্রশাসনের পুনর্গঠন কর্মসূচির নামে বিভিন্ন মন্ত্রণালয়ে ব্যাপক ছাঁটাই চলছে।
আইআরএস,স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ,এবং আরও বহু ফেডারেল এজেন্সিতে নিয়োগ স্থগিত ঘোষণা ও কর্মী হ্রাসের কারণে উদ্বেগ বাড়ছে সংশ্লিষ্ট মহলে।
গত আগস্টে স্কট কুপোর বলেছিলেন, চলতি বছর প্রায় ৩ লাখ সরকারি কর্মী কমানোর পরিকল্পনা রয়েছে। সে অনুযায়ী অনেক খাতে বাজেট সংকোচন ও কর্মী ছাঁটাই চলছে দ্রুতগতিতে।
২০২৫ সালের জানুয়ারিতে ২৪ লাখ কর্মীর বিশাল সরকারি বাহিনী সংকোচনের লক্ষ্যে ট্রাম্প প্রশাসন ইলন মাস্ককে বিশেষ দায়িত্বে নিয়োগ দেয়।
ট্রাম্পের সঙ্গে সুর মিলিয়ে মাস্কও দাবি করে আসছেন, ফেডারেল কর্মীবাহিনী `অতিরিক্ত বড় ও অকার্যকর’ হয়ে উঠেছে।
সংকোচন প্রকল্পের অংশ হিসেবে ১ লাখ ৫৪ হাজার কর্মী স্বেচ্ছা অবসর প্রণোদনা গ্রহণ করেছেন। ইউনিয়ন প্রতিনিধিদের মতে, এই বিপুল সংখ্যক কর্মী কমে যাওয়ায় এর প্রভাব পড়ছে—
আবহাওয়া পূর্বাভাস,খাদ্য নিরাপত্তা,স্বাস্থ্যসেবা কর্মসূচি,মহাকাশ প্রকল্পসহ বহু গুরুত্বপূর্ণ সরকারি সেবায়।
সরকারি খাতে ছাঁটাইয়ের ঢেউ এবং একই সঙ্গে নিরাপত্তা খাতে অতিরিক্ত নিয়োগ—এই দুই ধরনের নীতি প্রশাসনের দীর্ঘমেয়াদি দক্ষতার প্রশ্নে নতুন বিতর্ক তৈরি করেছে।
বিশেষজ্ঞদের মতে, নিরাপত্তা খাতে ফোকাস করা প্রশাসনের রাজনৈতিক অগ্রাধিকারকে স্পষ্ট করলেও, অন্যান্য জনসেবামুখী খাতে জনবল সংকট ভবিষ্যতে বড় ঝুঁকি তৈরি করতে পারে।
