শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

| ১ অগ্রাহায়ণ ১৪৩২

বিহারে এনডিএ জোটের ভূমিধস জয়, পশ্চিমবঙ্গে নজর মোদির

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯:৫৫, ১৫ নভেম্বর ২০২৫ | আপডেট: ১০:৩৪, ১৫ নভেম্বর ২০২৫

বিহারে এনডিএ জোটের ভূমিধস জয়, পশ্চিমবঙ্গে নজর মোদির

বিহারের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বিপুল বিজয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ)। ভারতের প্রধানমন্ত্রী ও বিজেপির শীর্ষ নেতা নরেন্দ্র মোদি বলেছেন, বিহারের এই জয়ই পশ্চিমবঙ্গের আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির বিজয়ের পথ সুগম করবে।

বিহার ভারতের পশ্চিমবঙ্গের অন্যতম প্রতিবেশী রাজ্য। সেখানে বিধানসভার মোট আসন ২৪৩টি। ভোটগ্রহণ হয়েছে দুই ধাপে। প্রথম ধাপে, ৬ নভেম্বর ১২১টি আসনে ভোট হয়, যেখানে ৬৫ শতাংশের বেশি ভোট পড়ে। দ্বিতীয় ধাপে, ১১ নভেম্বর ১২২টি আসনে ভোট হয়, সেখানে ভোট পড়ে ৬৮ শতাংশের বেশি। দুই ধাপ মিলিয়ে মোট ভোটদানের হার ছিল প্রায় ৬৭ শতাংশ।

শুক্রবার (১৪ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগণনা শুরু হয় এবং রাতে চূড়ান্ত ফলাফল প্রকাশ করে নির্বাচন কমিশন।

এই নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হয় বিজেপি–জনতা দল ইউনাইটেড (জেডিইউ) নেতৃত্বাধীন এনডিএ এবং কংগ্রেস–রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) নেতৃত্বাধীন মহাজোটের মধ্যে।

ঘোষিত ফলাফলে দেখা যায়, ২৪২টি আসনের মধ্যে এনডিএ জোট জয়ী হয়েছে ২০২টি আসনে। অপরদিকে বিরোধী মহাজোট পেয়েছে মাত্র ৩৫টি আসন।

জোটের শীর্ষ দল বিজেপি পেয়েছে ৮৯টি আসন। মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের দল জনতা দল ইউনাইটেড (জেডিইউ) পেয়েছে ৮৫টি আসন। চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টি জয় পেয়েছে ১৯টি আসনে, আর জিতেন রাম মাঝির আওয়াম মোর্চা পেয়েছে ৫টি আসন।

এবারের নির্বাচনে বিশেষভাবে আলোচিত ছিল ভোটকৌশলী প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি। কিন্তু ফলাফলে দেখা যায় দলটির একটিও আসন নেই—নির্বাচনে ভরাডুবি হয়েছে।

অন্যদিকে ‘অপ্রত্যাশিত সাফল্য’ দেখিয়েছে আসাদউদ্দিন ওয়েইসির দল মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (মিম)—তারা পেয়েছে ৫টি আসন।

ফল প্রকাশের পর এক বার্তায় এনডিএকে অভিনন্দন জানিয়ে নরেন্দ্র মোদি বলেন, “কিছু রাজনৈতিক দল সংখ্যালঘু তোষণের কৌশল নিয়েছিল, কিন্তু বিহারের নারী ও তরুণরা এনডিএ-কে জয়ী করেছে।”

তিনি আরও বলেন, “গঙ্গা নদী বিহার থেকে বাংলায় প্রবাহিত হয়। বিহারের এই বিজয় পশ্চিমবঙ্গে আমাদের বিজয়ের পথ তৈরি করে দিয়েছে। বাংলার ভাই-বোনদের আশ্বস্ত করছি—আপনাদের সঙ্গে হাত মিলিয়ে পশ্চিমবঙ্গ থেকে দুর্নীতির শাসন উপড়ে ফেলব।”

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

চাঁপাইনবাবগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে জামায়াতের মিছিল
আসিফ আকবরের ‘ফুটবল বিদ্বেষী’ বক্তব্যের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন
বিশ্বমঞ্চের লাইমলাইট চুরি করেছেন ঐশ্বরিয়া রাই একাই…
তারেক রহমান ক্ষমতায় এলে রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিত হবে
সীতাকুণ্ডে ঝোপের ভেতর পরিত্যক্ত অবস্থায় ৩ পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার করল র‌্যাব-৭
আমরা ইউনূসের সনদ রিজেক্ট করেছি। আমরা জনতার সনদ তৈরি করব : সেলিম
রাজধানীতে নাশকতার প্রস্তুতি, নিষিদ্ধ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
সরকার দরদ দেখিয়েছে, দায় দেখায়নি’ — নাসীরুদ্দীন পাটওয়ারী
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল, বিনিয়োগকারীদের মনে অনিশ্চয়তা
ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সময় ৪ সপ্তাহ
জেনেভা ক্যাম্পে গোপন কারখানা থেকে ৩৫ ককটেল উদ্ধার
কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে কয়েদির মৃত্যু
বাংলাদেশকে হারিয়ে বিশ্বকাপ বাছাই নিশ্চিত করল পাকিস্তান
শয্যাশায়ী ধর্মেন্দ্রর ভিডিও ফাঁস তীব্র ক্ষোভে অমিতাভ–জয়া বচ্চন
হাসিনার রায় ঘোষণায় বিশৃঙ্খলা হলে দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর—আমির খসরু
রঙ্গনার ফুটেজ ফাঁস: ক্ষুব্ধ শাবনূর
‘তিন উপদেষ্টা সঠিক নির্বাচন বাধাগ্রস্ত করছেন’—অপসারণের দাবিতে ডা. তাহের
ক্যালিফোর্নিয়ার নতুন ভোটিং মানচিত্রে ‘ডেমোক্র্যাট সুবিধা’ মামলা করল ইউএস জাস্টিস ডিপার্টমেন্ট
একাধিক শিক্ষার্থীকে যৌন হেনস্তার অভিযোগে ঢাবি শিক্ষক এরশাদ হালিম আদালতে চালান
সুদান সংকট নিয়ে জাতিসংঘের উদ্বেগ বাড়ছে, আল-ফাশির ঘটনায় তদন্তের দাবি তীব্র