শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

| ১ অগ্রাহায়ণ ১৪৩২

ব্রিটেনে হালাল মাংস শিল্পে রূপান্তর

লন্ডনের সর্বোচ্চ নাগরিক সম্মান পেলেন তারিক শেখ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬:৫৬, ১৪ নভেম্বর ২০২৫

লন্ডনের সর্বোচ্চ নাগরিক সম্মান পেলেন তারিক শেখ

লন্ডনের সর্বোচ্চ নাগরিক সম্মান পেলেন তারিক শেখ। ছবি: গ্লোবাল ভিলেজ স্পেস

যুক্তরাজ্যের হালাল মাংস শিল্পকে আধুনিক, নিরাপদ ও উচ্চমানসম্পন্ন করে গড়ে তোলায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে সিটি অব লন্ডন করপোরেশন দেশের অন্যতম প্রাচীন ও সর্বোচ্চ মর্যাদাপূর্ণ নাগরিক সম্মান ফ্রিডম অফ দ্য সিটি অফ লন্ডন  প্রদান করেছে ব্রিটিশ-পাকিস্তানি উদ্যোক্তা তারিক শেখকে। 

১২৩৭ সাল থেকে প্রচলিত এই সম্মান ঐতিহাসিকভাবেই রাজপরিবার, বিশ্বনেতা, নোবেলজয়ী, বিশিষ্ট উদ্যোক্তা ও শিল্পীদের দেওয়া হয়ে থাকে।

এর আগে এই তালিকায় ছিলেন—প্রিন্সেস এলিজাবেথ, প্রিন্সেস ডায়ানা, যুক্তরাজ্যের প্রাক্তন প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল ও মার্গারেট থ্যাচার, বিশ্বনেতা নেলসন ম্যান্ডেলা, জওহরলাল নেহরু, মার্কিন প্রেসিডেন্ট আইজেনহাওয়ার, থিওডর রুজভেল্টসহ বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং এবং উদ্যোক্তা বিল গেটস। এবার সেই তালিকায় যুক্ত হলো দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এই ব্রিটিশ নাগরিকের নাম।

পুরস্কার গ্রহণের পর তারিক শেখ বলেন— “চার বছর বয়সে পাকিস্তানের জেলাম থেকে লন্ডনে এসেছিলাম। এই শহরই আমাকে, আমার পরিবারকে সুযোগ দিয়েছে। তাই এই সম্মান কেবল আমার নয়, আমাদের ৪০০ সদস্যের পুরো দলের দীর্ঘ পরিশ্রমের স্বীকৃতি।”

তিনি বলেন, তার বাবা ১৯৬৫ সালে প্রথম যে ছোট মাংসের দোকানটি খুলেছিলেন, সেখান থেকেই শুরু হয়েছিল পরিবারের হালাল শিল্পে যাত্রা। আজ সেই ব্যবসা যুক্তরাজ্যজুড়ে ৩০টিরও বেশি আউটলেটের একটি বড় প্রতিষ্ঠান—তারিক আল মিট। 

তারিক শেখের তথ্যানুযায়ী, বর্তমানে যুক্তরাজ্য ও ইউরোপে হালাল মাংসের বার্ষিক বাজারমূল্য প্রায় ১.৭ বিলিয়ন, যা দেশটির মোট মাংস ও পোলট্রি বাজারের প্রায় ১৫%। 

তিনি বলেন:“হালাল বলতে সর্বোচ্চ মান, বিশুদ্ধতা ও নিরাপত্তাই বোঝাতে হবে—আমরা সেটাই নিশ্চিত করেছি।”

তিনি জানান, পাকিস্তান থেকে তিনি ৭০ জনের বেশি দক্ষ কসাই ব্রিটেনে আনতে পেরেছেন, যারা এখন স্থায়ীভাবে এখানে বসবাস করছেন ও হালাল শিল্পে অবদান রাখছেন।

তারিক শেখ শুধু সফল উদ্যোক্তাই নন, বরং ব্রিটেন ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানের বড় সমর্থক। তিনি জানান, তার প্রতিষ্ঠান নিয়মিত সহায়তা করে।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

চাঁপাইনবাবগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে জামায়াতের মিছিল
আসিফ আকবরের ‘ফুটবল বিদ্বেষী’ বক্তব্যের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন
বিশ্বমঞ্চের লাইমলাইট চুরি করেছেন ঐশ্বরিয়া রাই একাই…
তারেক রহমান ক্ষমতায় এলে রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিত হবে
সীতাকুণ্ডে ঝোপের ভেতর পরিত্যক্ত অবস্থায় ৩ পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার করল র‌্যাব-৭
আমরা ইউনূসের সনদ রিজেক্ট করেছি। আমরা জনতার সনদ তৈরি করব : সেলিম
রাজধানীতে নাশকতার প্রস্তুতি, নিষিদ্ধ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
সরকার দরদ দেখিয়েছে, দায় দেখায়নি’ — নাসীরুদ্দীন পাটওয়ারী
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল, বিনিয়োগকারীদের মনে অনিশ্চয়তা
ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সময় ৪ সপ্তাহ
জেনেভা ক্যাম্পে গোপন কারখানা থেকে ৩৫ ককটেল উদ্ধার
কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে কয়েদির মৃত্যু
বাংলাদেশকে হারিয়ে বিশ্বকাপ বাছাই নিশ্চিত করল পাকিস্তান
শয্যাশায়ী ধর্মেন্দ্রর ভিডিও ফাঁস তীব্র ক্ষোভে অমিতাভ–জয়া বচ্চন
হাসিনার রায় ঘোষণায় বিশৃঙ্খলা হলে দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর—আমির খসরু
রঙ্গনার ফুটেজ ফাঁস: ক্ষুব্ধ শাবনূর
‘তিন উপদেষ্টা সঠিক নির্বাচন বাধাগ্রস্ত করছেন’—অপসারণের দাবিতে ডা. তাহের
ক্যালিফোর্নিয়ার নতুন ভোটিং মানচিত্রে ‘ডেমোক্র্যাট সুবিধা’ মামলা করল ইউএস জাস্টিস ডিপার্টমেন্ট
একাধিক শিক্ষার্থীকে যৌন হেনস্তার অভিযোগে ঢাবি শিক্ষক এরশাদ হালিম আদালতে চালান
সুদান সংকট নিয়ে জাতিসংঘের উদ্বেগ বাড়ছে, আল-ফাশির ঘটনায় তদন্তের দাবি তীব্র