হঠাৎ মার্কিন জেনারেলদের তলব
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বিশ্বের বিভিন্ন প্রান্তে কর্মরত শত শত জেনারেল ও অ্যাডমিরালকে আগামী মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ভার্জিনিয়ার কোয়ান্টিকো সামরিক ঘাঁটিতে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন। সংবাদমাধ্যম সিএনএন, ওয়াশিংটন পোস্ট এবং রয়টার্সের খবরে বলা হয়েছে, এই বৈঠককে মার্কিন সামরিক ইতিহাসে নজিরবিহীন ঘটনা হিসেবে দেখা হচ্ছে।