প্যানোরামা কাণ্ডে ট্রাম্পের কাছে ক্ষমা চাইল বিবিসি, ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬:৩১, ১৪ নভেম্বর ২০২৫
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
বিতর্কিত সম্পাদনার কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমা চাইলেও ক্ষতিপূরণ দিতে একেবারে অস্বীকৃতি জানিয়েছে ব্রিটিশ রাষ্ট্রীয় সম্প্রচারক বিবিসি। প্যানোরামা অনুষ্ঠানে ট্রাম্পের ৬ জানুয়ারি ২০২১ তারিখের ভাষণের অংশ বিশেষ “ভুলভাবে সম্পাদনা” করায় সম্প্রতি তীব্র সমালোচনার মুখে পড়ে বিবিসি। ট্রাম্পের আইনজীবীরা ঘটনাটিকে “ইচ্ছাকৃত বিকৃতি” আখ্যা দিয়ে ১ বিলিয়ন ডলার (৭৫৯ মিলিয়ন পাউন্ড) ক্ষতিপূরণ দাবি করেন।
বিবিসি জানিয়েছে, তাদের আইনজীবীরা ইতোমধ্যে ট্রাম্পের আইনজীবী দলের পাঠানো নোটিশের জবাব দিয়েছেন এবং পৃথকভাবে বিবিসি চেয়ারম্যান সামির শাহ হোয়াইট হাউসে একটি ব্যক্তিগত চিঠি পাঠিয়ে দুঃখ প্রকাশ করেছেন। চিঠিতে তিনি স্বীকার করেন, প্যানোরামা অনুষ্ঠানে প্রদর্শিত বক্তৃতার সম্পাদনা ছিল “ভুল” এবং দর্শকদের মনে ট্রাম্প একটি নিরবচ্ছিন্ন বক্তব্য দিয়েছেন—এমন ভুল ধারণা তৈরি হয়।
প্যানোরামা অনুষ্ঠানে দেখানো অংশে এমনভাবে সম্পাদনা করা হয় যেন মনে হয় ট্রাম্প সরাসরি সহিংসতার আহ্বান জানিয়েছেন—
“আমরা ক্যাপিটলে যাচ্ছি… আমি তোমাদের সঙ্গে থাকব। আর আমরা লড়ব। আমরা নরকের মতো লড়াই করব।”
কিন্তু প্রকৃত বক্তৃতায় এই দুটি লাইন আসে প্রায় ৫০ মিনিটের ব্যবধানে। প্যানোরামার “স্প্লাইস” করা ক্লিপই বিতর্কের কেন্দ্রবিন্দুতে। বিবিসির ভাষায়—এটি দর্শকদের কাছে “ভুল বার্তা” পৌঁছে দেয়।
বিবিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে—তারা ডকুমেন্টারিটি আর কখনো প্রচার করবে না, ভুল সম্পাদনার জন্য আন্তরিকভাবে দুঃখিত,কিন্তু মানহানির অভিযোগের কোনো ভিত্তি নেই, তাই ট্রাম্পকে কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে না।
বিবিসির “করেকশনস অ্যান্ড ক্ল্যারিফিকেশনস” বিভাগে এক বিবৃতিতে উল্লেখ করা হয়—সম্পাদনার এই ভুল ছিল “অনিচ্ছাকৃত”, কিন্তু তা দর্শকদের ভুল ধারণা দিয়েছেন, যা বিবিসি স্বীকার করছে।
ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প অভিযোগ করেন প্যানোরামা তার বক্তব্য “বুচার্ড”—অর্থাৎ কেটে-ছেঁটে বিকৃত করেছে। তার দাবি, বিবিসি এভাবে উপস্থাপন করে দর্শকদের “প্রতারণা” করেছে।
তাদের পাঠানো আইনি নোটিশে দাবি করা হয়—বিবিসি পূর্ণাঙ্গ প্রত্যাহার,প্রকাশ্যে ক্ষমা এবং ট্রাম্পের ক্ষতির পূর্ণ আর্থিক প্রতিদান দেবে।
ডেডলাইন নির্ধারণ করা হয়েছিল শুক্রবার রাত ২২:০০ জিএমটি পর্যন্ত।
প্যানোরামা কাণ্ডের পর বিবিসি মহাপরিচালক টিম ডেভি এবং নিউজ প্রধান ডেবোরা টার্নেস ইতোমধ্যে পদত্যাগ করেছেন। বিবিসির অভ্যন্তরে এই বিতর্ককে সাম্প্রতিক বছরগুলোর অন্যতম বড় সংকট হিসেবে দেখা হচ্ছে। সূত্র: বিবিসি
