তাকাইচির মন্তব্যে উত্তপ্ত বেইজিং-টোকিও সম্পর্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৩:২৬, ১৬ নভেম্বর ২০২৫
জাপানি সংসদে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সাম্প্রতিক বক্তব্য। ছবি: সংগৃহীত
তাইওয়ান ইস্যুকে কেন্দ্র করে এশিয়ার দুই শক্তিধর প্রতিবেশী—চীন ও জাপানের মধ্যে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সাম্প্রতিক বক্তব্য ঘিরে দুই দেশের সম্পর্ক এমন পর্যায়ে গিয়েছে যে বেইজিং তার নাগরিকদের জাপান ভ্রমণ এড়াতে সরাসরি সতর্ক করেছে। পাশাপাশি জাপানি রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিবাদও জানিয়েছে তারা।
গত শুক্রবার জাপানি সংসদে অনুষ্ঠিত একটি বৈঠকে বিরোধী দলের এক সদস্য জানতে চান—তাইওয়ান সংকটের কোন পরিস্থিতিকে জাপান ‘টিকে থাকার জন্য হুমকি’ হিসেবে বিবেচনা করবে?
উত্তরে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেন—“যদি যুদ্ধজাহাজ থাকে এবং বলপ্রয়োগ হয়, তাহলে এটাকে অবশ্যই টিকে থাকার হুমকি হিসেবে বিবেচনা করা যেতে পারে।”
২০১৫ সালের জাপানের নিরাপত্তা আইনে ‘টিকে থাকার জন্য হুমকি’ এমন পরিস্থিতিকে বোঝায় যা দেশের অস্তিত্বকে বিপন্ন করে বা মিত্র দেশ আক্রান্ত হলে জাপানি আত্মরক্ষাবাহিনী সামরিক ভূমিকা নিতে পারে।
এ বক্তব্যের পরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় তাকাইচির মন্তব্যকে "চরম উসকানিমূলক এবং আপত্তিকর" বলে আখ্যা দেয়।
চীন আরও এক ধাপ এগিয়ে ক্ষোভ প্রকাশ করে যখন ওসাকা শহরের চীনা কনসাল জেনারেল শুয়ে জিয়ান এক্সে তাকাইচির বক্তব্য শেয়ার করে লেখেন—“যে নোংরা মাথাটা হস্তক্ষেপ করতে চায় তা অবশ্যই কেটে ফেলতে হবে।”
এই উক্তি জাপানজুড়ে তীব্র সমালোচনার জন্ম দেয়। পরে জাপান এ মন্তব্যকে ‘অত্যন্ত আপত্তিকর’ বলে বেইজিংয়ের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানায়। যদিও শুয়ে তার পোস্ট মুছে ফেলেন, তবে উত্তেজনা কমেনি।
বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে ইংরেজি ও জাপানি ভাষায় পোস্ট করে স্পষ্ট সতর্কবার্তা দেয়—“জাপান তাইওয়ান উপকূলের পরিস্থিতিতে হস্তক্ষেপের দুঃসাহস দেখালে তা আগ্রাসী কর্মকাণ্ড হিসেবে গণ্য হবে। আগুন নিয়ে খেলা বন্ধ করতে হবে।”
একইসঙ্গে চীন তার নাগরিকদের জাপান সফর এড়ানোর নির্দেশনা দেয়।
সমালোচনার মধ্যেও তাকাইচি তার মন্তব্য প্রত্যাহার করতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি বলেন,“আমার বক্তব্য জাপানের দীর্ঘদিনের নিরাপত্তানীতির সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ।”
তবে ভবিষ্যতে এ ধরনের সংবেদনশীল বিষয়ে মন্তব্য করতে আরও সতর্ক থাকবেন বলেও জানান তিনি।
