হার্মিসনের চোখে ৩০ বছরের সেরা কোহলি
ক্রিকেট দুনিয়ার চিরন্তন বিতর্কের নাম— শচীন টেন্ডুলকার বনাম বিরাট কোহলি। কে সেরা? কে আধুনিক ক্রিকেটের আসল রাজা? ইংল্যান্ডের সাবেক পেসার স্টিভ হার্মিসন আবারও উসকে দিলেন সেই বিতর্কের আগুন। তার মতে, গত ৩০ বছরের সেরা ক্রিকেটার বিরাট কোহলি, শচীনেরও ওপরে।