ট্রাম্প ও শি ফোনালাপে কী কথা হলো
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২২:৫০, ২৪ নভেম্বর ২০২৫ | আপডেট: ০২:০২, ২৫ নভেম্বর ২০২৫
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সিএনএন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে সোমবার একটি গুরুত্বপূর্ণ টেলিফোন আলাপ হয়েছে। সিএনএন ও চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে জানা গেছে, বৈঠকে দুই নেতাই ইউক্রেন যুদ্ধে শান্তির সম্ভাবনা, যুক্তরাষ্ট্র–চীন সম্পর্ক এবং তাইওয়ান ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট শি জিনপিং আলাপে স্পষ্ট করে জানান—বেইজিং সব ধরনের শান্তি উদ্যোগকে সমর্থন করে। তিনি আশা প্রকাশ করেন, রাশিয়া ও ইউক্রেন দ্রুত মতপার্থক্য দূর করে একটি ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তিচুক্তি করতে সক্ষম হবে।
এ ছাড়া দুই নেতা তাইওয়ান পরিস্থিতি নিয়েও কথা বলেন। সাম্প্রতিক সময়ে তাইপে ঘিরে উত্তেজনা বাড়ায় এ বিষয়টিও আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু ছিল বলে জানিয়েছে চীনা পক্ষ।
অন্যদিকে, হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সিএনএনকে নিশ্চিত করেছেন—ট্রাম্প ও শি জিনপিংয়ের ফোনালাপে বাণিজ্য সম্পর্ক নিয়েও আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে বাণিজ্যিক টানাপড়েন দীর্ঘদিনের; তাই নতুন প্রশাসনের অধীনে সম্পর্ক পুনর্গঠনের পদক্ষেপ হিসেবেই এটিকে দেখা হচ্ছে।
সিএনএনের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ওয়াশিংটন ও বেইজিংয়ের সম্পর্ক সম্প্রতি কিছুটা স্থিতিশীল হলেও ইউক্রেন যুদ্ধ এবং তাইওয়ান প্রসঙ্গ দুই দেশের কূটনৈতিক অগ্রাধিকারে এখনও একেবারে শীর্ষে রয়েছে।
ট্রাম্প–শি আলোচনার পর আন্তর্জাতিক বিশ্লেষকেরা বলছেন—এই ফোনালাপ কেবল দু’দেশের পারস্পরিক সম্পর্ক পুনরায় উষ্ণ করার ইঙ্গিতই নয়; বরং ইউক্রেন যুদ্ধের কূটনৈতিক সমাধানে চীনের ভূমিকা বাড়ার সম্ভাবনাও আরও ঘন হয়ে উঠছে।
