শীতে ঠোঁটের যত্ন নিন পুরুষেরা : সহজ ৪টি ঘরোয়া পদ্ধতি
জীবনযাপন ডেস্ক
প্রকাশ: ২৩:০৪, ৮ ডিসেম্বর ২০২৫
প্রতীকী ছবি
শীতের শুরুতেই পুরুষদের একটি সাধারণ সমস্যা—ঠোঁট শুষ্ক হয়ে যাওয়া, ফেটে যাওয়া এবং ধূমপানের কারণে কালচে দাগ পড়ে যাওয়া। ঠোঁটের ত্বক খুবই সংবেদনশীল, তাই একটু অনিয়ম হলেই তা দেখে ফেলতে সময় লাগে না। বিশেষ করে ঘন ঘন ঠোঁট চাটার অভ্যাস, পর্যাপ্ত পানি না খাওয়া এবং ধূমপান—এই তিন কারণে শীতে সমস্যা আরও বাড়ে। কিন্তু সুখবর হচ্ছে, ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে সহজেই ঠোঁটকে তারুণ্যময়, নরম ও মসৃণ করা যায়।
১. চিনির স্ক্রাব—মসৃণ ঠোঁটের সহজ উপায়
এক চামচ চিনি নারকেল তেল, মধু অথবা দুধে কয়েক মিনিট ভিজিয়ে রাখুন।এই মিশ্রণ ঠোঁটে হালকা হাতে ম্যাসাজ করে দু’মিনিট রেখে ধুয়ে ফেলুন।শেষে লিপ ক্রিম লাগালে ঠোঁট হবে নরম ও উজ্জ্বল।
২. ধূমপানের দাগ দূর করতে বিশেষ স্ক্রাব
ধূমপানের কারণে ঠোঁটে কালচে দাগ হওয়া খুব স্বাভাবিক।
সমাধান:১ টেবিল চামচ মধু, ১ টেবিল চামচ চিনি, ১ টেবিল চামচ অলিভ অয়েল।এই স্ক্রাব রাতে শোয়ার আগে ১০ মিনিট ঠোঁটে রেখে ধুয়ে ফেলুন। নিয়মিত করলে কালচে দাগ অনেকটাই কমে যায়।
৩. লিপ মাস্ক—শীতে অতিরিক্ত ময়েশ্চারাইজারের জন্য
ঠোঁটকে গভীরভাবে হাইড্রেট করতে ঘরোয়া লিপ মাস্ক অত্যন্ত কার্যকর।
বানানোর উপকরণ—মধু, নারকেল তেল, শিয়া বাটার ।মিশ্রণ ঠোঁটে লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে লিপ বাম ব্যবহার করুন। ঠোঁট থাকবে সারাদিন নরম ও আর্দ্র।
৪. ঘরেই বানিয়ে নিন ভেষজ লিপ বাম
বাজারি লিপ বামে অনেক সময় অতিরিক্ত রাসায়নিক থাকে। ঘরোয়া ভেষজ লিপ বাম নিরাপদ ও কার্যকর।
যা লাগবে—নারকেল তেল, পেট্রোলিয়াম জেলি-দুটি একসঙ্গে গরম করে মিশিয়ে ঠান্ডা হতে দিন। তৈরি হয়ে গেল প্রাকৃতিক লিপ বাম, যা শীতে পুরুষদের ঠোঁট রক্ষা করবে সারা দিন।
