নিজেকে সৌভাগ্যবতী মনে করি: শর্মিলাকে নিয়ে ঋতুপর্ণা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২২:৩৭, ৮ ডিসেম্বর ২০২৫
ঋতুপর্ণা সেনগুপ্ত ও শর্মিলা ঠাকুর। ছবি: ঋতুপর্ণার ফেসবুক থেকে।
বলিউড ও টালিউড— দুই শিল্প জগতেই তার অবদান অসামান্য। সময়ের প্রবাহেও যার সৌন্দর্য, সৌম্যতা ও অভিনয় দক্ষতা সমানভাবে অটুট; তিনি কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুর। সোমবার ৮১ বছরে পা দিলেন এই মহীয়সী শিল্পী। বিশেষ দিনে তাকে শুভেচ্ছা জানিয়ে আবেগঘন পোস্ট করলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
সম্প্রতি মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘পুরাতন’–এ শর্মিলা ঠাকুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করার সুযোগ পেয়েছিলেন ঋতুপর্ণা। ক্যারিয়ারের অন্যতম বড় প্রাপ্তি হিসেবেই তিনি দেখেন এই অভিজ্ঞতাকে। জন্মদিনে সেই স্মৃতির কিছু ছবি প্রকাশ করে ঋতুপর্ণা লেখেন,“পুরাতন ছবির সেটের একটি মুহূর্ত। আমাদের প্রিয় নায়িকা শর্মিলা ঠাকুরকে জানাই জন্মদিনের অসংখ্য শুভেচ্ছা।”
তিনি আরও লিখেছেন,“আপনার অসামান্য সৌন্দর্য, ভালোবাসা ও স্নেহ আমার স্মৃতিতে চিরকাল অমলিন থাকবে। আপনার দীর্ঘ কর্মজীবন আমাদের সকলের অনুপ্রেরণা।”
শুধু অভিনয় নয়, শর্মিলার ব্যক্তিত্ব ও বিনয় তাকে আরও মুগ্ধ করেছে উল্লেখ করে ঋতুপর্ণা বলেন,“আপনার মার্জিত ব্যবহার ও ধৈর্য আমাদের সবার কাছে শিক্ষণীয়। আপনার সঙ্গে কাজ করতে পেরে আমি সত্যিই গর্বিত এবং নিজেকে সৌভাগ্যবতী মনে করি।”
শেষে তিনি প্রার্থনা করেছেন,“আপনার জন্মদিন আরও শুভ হোক। সকলের সঙ্গে সুস্থ, ভালো ও আনন্দে থাকুন।”
শর্মিলা ঠাকুরের জন্মদিন উপলক্ষে দুই বাংলার ভক্তদের মাঝেও উচ্ছ্বাস লক্ষ করা গেছে। সামাজিক মাধ্যমে তাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তার সহকর্মী ও অনুরাগীরা।
