জাতীয় নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট খারিজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯:৪২, ৮ ডিসেম্বর ২০২৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। গ্রাফিক্স : সমাজকাল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে করা একটি রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। সোমবার (৮ ডিসেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে। ফলে নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল ও চলমান প্রস্তুতিমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
এ রিটটি দায়ের করেছিলেন নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম। গত বুধবার (৩ ডিসেম্বর) দাখিল করা রিটে তিনি জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) যথাক্রমে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেন।
রিটে প্রশ্ন তোলা হয়, নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না—সে বিষয়ে রুল জারির আবেদন জানানো হয়। পাশাপাশি, রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচনের সব কার্যক্রম স্থগিত রাখারও অনুরোধ করা হয়।রিটে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়।
হাইকোর্ট বেঞ্চ রিটটি খারিজ করে দেওয়ায় চলমান নির্বাচনী কার্যক্রমে কোনো বাধা থাকছে না বলে আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। নির্বাচন কমিশনও তাদের পরিকল্পনা অনুযায়ী প্রস্তুতি চালিয়ে যাওয়ার সুযোগ পাবে।
