সেল্তার কাছে রিয়াল মাদ্রিদের লজ্জাজনক হার
সেল্তার কাছে হেরে অঘটনের শিকার রিয়াল—টপ ফরম হারিয়ে চাপে আলোনসোর দল।
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯:৫০, ৮ ডিসেম্বর ২০২৫
সেল্তার কাছে রিয়াল মাদ্রিদের লজ্জাজনক হার। ছবি: সংগৃহীত
লা লিগায় রবিবার রাতে অঘটনের শিকার হলো রিয়াল মাদ্রিদ। সেল্তা ভিগোর মাঠে ৯ জন খেলোয়াড় নিয়ে সংগ্রাম করেও ২-০ গোলের হতাশাজনক হার এড়াতে পারল না জোসে আলোনসোর শিষ্যরা। এই হারের ফলে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে রিয়ালের পয়েন্ট ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে চার—যা শিরোপা দৌড়ে বড় ধাক্কা।
৫৩ মিনিটে ব্রায়ান সারাগোসার তোলা ক্রস থেকে এক অসাধারণ হিল-কিক গোল করে দলকে এগিয়ে নেন উইলিয়ট সুইডবার্গ। রিয়ালের গোলরক্ষক থিবো কুর্তোয়া বল ছুঁতেই পারেননি। লা লিগার চলতি মৌসুমে এটিকে ইতোমধ্যেই অন্যতম সেরা গোল ধরে নেওয়া হচ্ছে।
যোগ করা সময়ের তৃতীয় মিনিটে রিয়াল ডিফেন্সকে কাটিয়ে সহজভাবেই ব্যক্তিগত দ্বিতীয় গোলটি করেন সুইডবার্গ। ফলে ম্যাচের ভাগ্য নিশ্চিত হয়ে যায় সেল্তার দিকেই।
এই জয়ে সেল্তা ভিগো ১৪তম স্থান থেকে উঠে ১০ম স্থানে চলে আসে। বিপরীতে রিয়াল মাদ্রিদের ঘরের মাঠে টানা ছয় জয়ের সমাপ্তি ঘটে।
জাবি আলোনসোর দল এখন শেষ পাঁচ লিগ ম্যাচে মাত্র একটি জয় তুলে নিতে পেরেছে। ফর্মের এই অবনতি সমর্থকদের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।
এমন অবস্থায় চ্যাম্পিয়নস লিগে এই সপ্তাহেই রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি। ফর্মহীন রিয়ালের জন্য এটি হবে বড় পরীক্ষার মঞ্চ।
