মাগুরায় হামলায় আহত যুবকের মৃত্যু, ফের সংঘর্ষে আহত ৫০
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: ২০:৩৮, ৮ ডিসেম্বর ২০২৫
হাসপাতালে চিকিৎসাধীন আহতরা। ছবি: সমাজকাল
মাগুরা সদর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত এক যুবক মারা যাওয়ার ঘটনায় ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন।
সোমবার (৮ ডিসেম্বর) উপজেলার হাজরাপুর ইউনিয়নের রামনগর গ্রামে এ ঘটনা ঘটে। দুদিনের সংঘর্ষের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে শনিবার (৬ ডিসেম্বর) দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় আহত হন আজিজুর রহমান (৩৮)। রোববার (৭ ডিসেম্বর) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আহতদের মধ্যে ফরিদ মোল্ল্যা (৪৫), আসাদুল (৪২), রুহুল (৪০) আব্দুল মণ্ডল (৫০) সাহেব আলী (৩২), ওয়াকিল উদ্দিন (৪২), সাজ্জাদ হোসেন (৪৫), সাজেদুল ইসলাম (৫৭), সালমান (৩২), মুক্তার মণ্ডল (৫৪), সাহেব আলী (৩৫), উজ্জ্বল মণ্ডল (৩৫), তালেব মণ্ডল (৮২), তুফান মণ্ডল (৪৭) আওয়াল মণ্ডল (৬২), বাচ্চু মণ্ডল (৫৫), নান্নু মণ্ডল (৪০), আজিল মণ্ডল (৪৫), আরিফুল ইসলাম ( ৪০) ও ইদ্রিস আলী (৪৩) মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন।
হাসপাতালে ভর্তি ফরিদ মোল্লা বলেন, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে ইউনিয়ন বিএনপি নেতা মতিয়ার রহমান ও শহিদুল মণ্ডলের সমর্থকদের মধ্যে এসব সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। তবে এখনো মামলা হয়নি।
