সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

| ২৪ অগ্রাহায়ণ ১৪৩২

রামগতিতে বিএনপি-জেএসডি হামলা-পাল্টা হামলায় আহত ১৩

লক্ষীপুর প্রতিনিধি

প্রকাশ: ২১:১০, ৮ ডিসেম্বর ২০২৫

রামগতিতে বিএনপি-জেএসডি হামলা-পাল্টা হামলায় আহত ১৩

রামগতিতে বিএনপি-জেএসডি হামলা-পাল্টা হামলায় আহত ১৩। ছবি: সমাজকাল

লক্ষ্মীপুরের রামগতিতে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) নির্বাচনী জনসভায় যোগ দিতে আসার পথে দলটির নেতাকর্মীদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপির একাংশের বিরুদ্ধে। এতে জেএসডির দুই কর্মী গুলিবিদ্ধসহ ১৩ জন আহত হয়েছেন। এ সময় অন্তত ১৫টি গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে।

গুলিবিদ্ধ জেএনসডির কর্মী মো. মান্নান ও আবদুল মান্নান নোয়াখালী হাসপাতালে চিকিৎসাধীন। আহত অন্যরা হলেন, লোকমান হোসেন সম্রাট, মোরশেদ, আরাফাত, আপেল, সম্রাট, কালা, আলমগীর কসাই, ফয়সাল, ইবনে হাসান, বিদন ও তারেক। তাদেরকে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেলের নেতৃত্বে জেএসডির কর্মীরা বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশরাফ উদ্দিন নিজানের নেতাকর্মীদের ওপর পাল্টা হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন।

অন্যদিকে বাধা মোকাবিলা করতে জেএসডির নেতাকর্মীরা লাঠিসোটা হাতে মিছিল নিয়ে জনসভায় অংশ নেন এবং স্লোগান দেন। 

সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার রামদয়াল বাজার, আজাদনগর ও রামগতি বাজারসহ কয়েকটি স্থানে পৃথকভাবে এসব হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে।

জোটের হয়ে লক্ষ্মীপুর-৪ (কমলনগর-রামগতি) আসনের সংসদ সদস্য প্রার্থী হতে চান জেএসডির সহসভাপতি তানিয়া রব। একই আসনে বিএনপি থেকে প্রার্থী হতে চান বিএনপি নেতা আশরাফ উদ্দিন নিজান। তবে বিএনপি এখনো ওই আসনে প্রার্থী ঘোষণা করেনি। এ নিয়ে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে গত কয়েকদিন ধরে উত্তেজনা চলছে। 

উপজেলা জেএসডির সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবলুর অভিযোগ, বিকেল তিনটার দিকে আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে লক্ষ্মীপুর-৪ আসনে দলের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি ছিলেন সহ সভাপতি তানিয়া রব। কিন্তু পথে বিভিন্ন স্থানে বাধা, হামলা ও ভাংচুরের কারণে নেতাকর্মীরা দেরি করে সন্ধ্যায় সভাস্থলে পৌঁছান। বাধা ও হামলায় দুজন গুলিবিদ্ধসহ ১৩ জন আহত হন। বিএনপির মনোনয়নপ্রত্যাশী এ বি এম আশরাফ উদ্দিন নিজানের লোকজন পরিকল্পিতভাবে হামলা চালান বলে অভিযোগ করেন তিনি।

উপজেলা বিএনপির সভাপতি ডা. জামাল উদ্দিন বলেন, ‘জেলা নেতাদের নির্দেশে আমরা নীরব ভূমিকা পালন করছিলাম। কিন্তু তানিয়া রবের সহযোগী সাবেক উপজেলা চেয়ারম্যান  শরাফ উদ্দিন আজাদ সোহেলের নেতৃত্বে চরের সন্ত্রাসীরা রামদয়াল বাজারে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। এতে আমাদের পাঁচজন আহত হন। তারা দোকানঘরও ভাঙচুর করেছে। আমাদের কোনো নেতাকর্মী জেএসডির ওপর হামলা করেনি’।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সৌদিতে প্রথমবার ধনী বিদেশিদের কাছে মদ বিক্রি শুরু
অসংক্রামক রোগ প্রতিরোধে যৌথ ঘোষণা: ১ মাসের মধ্যে কর্মপরিকল্পনা
জাতীয় নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট খারিজ
পেঁয়াজের দাম কেজিতে কমলো ৪০ টাকা
৮১ দেশীয় নির্বাচন পর্যবেক্ষককে নিবন্ধন দিল ইসি
১ জানুয়ারি থেকেই সেন্ট্রাল ইউনিভার্সিটির ক্লাস শুরুর প্রস্তুতি
বিএমইউয়ের গবেষণা রিপোর্ট; যথেচ্ছ ব্যবহারে অকার্যকর অনেক এন্টিবায়োটিক ওষুধ
১৬ ডিসেম্বর ৬৪ জেলায় বাজবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান
তফসিল ঘোষণার জন্য ১০ ডিসেম্বর বিটিভিকে ডেকেছে ইসি
আসিফ নজরুলের ‘মিথ্যে বনাম সত্য’
স্মারকলিপি নিতে ‘ভয়’! পেট্রোবাংলার মূল গেট ৪০ মিনিট বন্ধ
একটি দল ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করছে: সালাহউদ্দিন
ট্রাইব্যুনালে ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন বিএনপির ফজলুর রহমান
ইসির সঙ্গে বৈঠকে জামায়াত
অনার্স–মাস্টার্স শিক্ষকদের জন্য সুখবর: নতুন নীতিমালা দেখুন
খালেদা জিয়ার সিটিস্ক্যানের তথ্য ‘অনুমাননির্ভর’: বিএনপি মিডিয়া সেল
বিটিআরসির আশ্বাসে মোবাইল ব্যবসায়ীদের অবরোধ স্থগিত
৫ বছরে বৈদেশিক ঋণ বেড়েছে ৪২%
৮-১৫ ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের তফসিল
জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনে ইসি প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে সিই