রাজশাহী জেলা এনসিপির আহ্বায়ককে সরানোর দাবি নেতাদের
প্রকাশ: ২০:০৭, ৮ ডিসেম্বর ২০২৫
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা ইউনিটের আহ্বায়ক মো. সাইফুল ইসলামের দ্রুত অপসারণ দাবি করেছেন দলটির অন্য নেতাকর্মীরা। অন্যথায় তারা নিজেরাই পদত্যাগ করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।
সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে নগরীর সিএন্ডবি মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভের সামনে জরুরি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম সাজু।
তিনি বলেন, ‘আমরা সাইফুল ইসলামকে নেতা না বানানো এবং তার অপসারণ চেয়ে কেন্দ্রে বেশ কয়েকবার লিখিত অভিযোগ দিয়েছিলাম। কিন্তু তারপরেও তাকে জেলার আহ্বায়ক করা হয়েছে। তিনি স্বৈরাচারের দোসর। জুলাই আন্দোলনে রাজশাহীতে ছাত্রজনতার ওপর দু'হাতে গুলি চালানো যুবলীগ ক্যাডার রুবেল তার অন্যতম সহযোগী। এই কালো শক্তির নেতৃত্বে এনসিপি চলতে পারে না। এজন্য আমরা তার দ্রুত অপসারণ চাচ্ছি। আমরা তার বিষয়ে কেন্দ্রের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি। অন্যথায় আমরা নিজেরাই পদত্যাগ করব’।
২৯ নভেম্বর রাতে এনসিপি জেলা ইউনিটের ১০৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। বিলুপ্ত সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়ক সাইফুল ইসলামকে করা হয়েছে নতুন কমিটির আহ্বায়ক। তবে সাইফুলকে অপসারণের দাবিতে কমিটি গঠনের পর থেকেই আন্দোলনে নেমেছে দলটির একাংশ।
সাইফুল ইসলামকে আহ্বায়ক করায় বুধবার (৩ ডিসেম্বর) কমিটির পাঁচজন সদস্য পদত্যাগও করেছেন। কমিটি বিলুপ্তের দাবি জানিয়ে পদত্যাগপত্র কেন্দ্রে পাঠান আজিজুল ইসলাম, আসাদ, মিলন চন্দ্র ঘোষ, মোহাম্মদ আরিফুল ইসলাম ও নঈম ফকির।
তারা হলেন- আজিজুল ইসলাম, আসাদ, মিলন চন্দ্র ঘোষ, মোহাম্মদ আরিফুল ইসলাম, ও নঈম ফকির। তারা গত ২৯ নভেম্বর ঘোষণা করা এনসিপি রাজশাহী জেলা কমিটিতে সদস্য পদ পান।
সংবাদ সম্মেলনে সাজু বলেন, ‘ব্যক্তিস্বার্থ হাসিলে জেলা এনসিপিকে জড়িয়ে যে 'নোংরামি' করা হচ্ছে, এটি আর বরদাশত করা হবে না। রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসংখ্য কর্মীর শ্রম, ঘাম ও ত্যাগের মধ্য দিয়েই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক পার্টি দাঁড়িয়েছে। সুতরাং দলটিকে সামনে রেখে নোংরামি বন্ধ করুন। অন্যথায় সেই কালো শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে এবং রাজশাহী থেকে বিতাড়িত করা হবে’।
লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, ‘এখনো বাংলাদেশে পরিশ্রমীদের যথাযথ মূল্যায়ন করা হয় না। সঠিক মূল্যায়ন হলে সংগঠনটি এখন আরও সুসংগঠিত অবস্থায় থাকত’।
সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় কমিটির কাছে যোগ্যতার ভিত্তিতে জেলা কমিটিকে পুনর্মূল্যায়ন এবং প্রতিবন্ধকতাগুলো দূর করার অনুরোধ জানান নেতারা।
তারা সতর্ক করে বলেন, ‘ব্যক্তিস্বার্থে দলটিকে ধ্বংস করবেন না। আমরা তরুণরা রাজশাহীতে এনসিপি নিয়ে সম্ভাবনা দেখি। প্রয়োজনে আমাদের ছুটি দিন, কিন্তু কোনো কালো শক্তি, লোভ বা ক্ষমতার কারণে আমরা আমাদের আদর্শ বিসর্জন দেব না’।
