শুভ জন্মদিন আফরান নিশো
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২০:২৫, ৮ ডিসেম্বর ২০২৫
দেশের ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। ছবি: ফেসবুক
দেশের ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। কখনো তিনি রাগী প্রেমিক, কখনো তোতলা যুবক, কখনো সাইকো কিলার, আবার কখনোবা খনি শ্রমিক। গত এক দশকে তিনি অভিনয় করেছেন বিভিন্ন চরিত্রে। প্রমাণ করেছেন নিজেকে পুরোদস্তুর একজন অভিনেতা হিসেবে। আজ সোমবার(৮ ডিসেম্বর) এই অভিনেতার জন্মদিন।
প্রতিবছর জন্মদিনে ভক্তদের সঙ্গে কেক কাটেন ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। তবে এবারের সেটা হচ্ছে না। কারণ তিনি কাজাখস্তানে রেদওয়ান রনির ‘দম’ ছবির শুটিংয়ে ব্যস্ত আছেন।
‘দম’-এর নায়িকা পূজা চেরি নিজের ফেসবুকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতাকে। পোস্টে তিনি লিখেছেনে, ‘হ্যাপি বার্থ ডে মাই নুর ফ্রম দম। আমাদের নিশো ভাইয়া।’
২০০৩ সালে মডেলিংয়ের মাধ্যমে গ্ল্যামার জগতে পথচলা শুরু এই অভিনেতার অভিনয় জীবনের শুরুর গল্পটা মসৃণ ছিল না। অমিতাভ রেজার বিজ্ঞাপনে কাজ করে শুরুতে নজর কাড়লেও, নাটকে নিজের শক্ত অবস্থান তৈরি করতে তাকে পাড়ি দিতে হয়েছে কঠিন পথ। একসময় যখন ইন্ডাস্ট্রিতে রোমান্টিক হিরোদের জয়জয়কার, তখন নিশো অপেক্ষা করেছেন, নিজেকে ভেঙে গড়েছেন নতুন ভাবে।
নিশো তার অভিনব অভিনয়শৈলী দিয়ে এক সুতোয় গেঁথেছেন সব শ্রেণির দর্শককে। ভিকি জাহেদের ‘পুনর্জন্ম’ সিরিজের রাফসান হক চরিত্রটি তাকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। এছাড়া, ‘বুকের বা পাশ’, ‘লতা অডিও’, ‘অ্যাপয়েন্টমেন্ট লেটার’-এর মতো নাটকগুলো তার ক্যারিয়ারের অন্যতম নাটক। তিনি প্রমাণ করেছেন, নায়ক হতে হলে কেবল সিক্স প্যাক বা ফর্সা চেহারার প্রয়োজন নেই, প্রয়োজন চরিত্রের মাধুর্য ফুটিয়ে তোলা।
ছোট পর্দায় নাটকের গণ্ডি পেরিয়ে ওটিটি প্ল্যাটফর্মেও নিশো দেখিয়েছেন তার অভিনয় পারদর্শীতা। ‘মরীচিকা’র ভিলেন কিংবা ‘কাইজার’-এর ডিটেকটিভ—সব চরিত্রেই তিনি সেরাদের সেরা। তবে ভক্তদের দীর্ঘদিনের আক্ষেপ ছিল—বড় পর্দায় কবে আসবেন নিশো..!
সেই অপেক্ষারও অবসান ঘটান ২০২৩ সালে, রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেকের মাধ্যমে। সিনেমাটিতে ‘মাসুদ’ চরিত্রে তার দুর্দান্ত অভিনয় এবং সিনেমার ব্যবসায়িক সাফল্য বুঝিয়ে দেয়—তিনি একজন লম্বা রেসের ঘোড়া।
