সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

| ২৪ অগ্রাহায়ণ ১৪৩২

চীনের কাছে ভারতীয়দের নিশানা না করার নিশ্চয়তা চাইলো নয়াদিল্লি

চীনের কাছে ভারতীয়দের নিশানা না করার নিশ্চয়তা চাইলো নয়াদিল্লি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১:০৩, ৮ ডিসেম্বর ২০২৫

চীনের কাছে ভারতীয়দের নিশানা না করার নিশ্চয়তা চাইলো নয়াদিল্লি

রনধীর জয়সওয়াল। ছবি: ইটিভি ভারত ডটকম।

ভারতীয় নাগরিকদের চীনের বিমানবন্দর দিয়ে ট্রানজিটের সময় ‘বাছাই করে হয়রানি বা আটক’ না করার বিষয়ে বেইজিংয়ের কাছে আনুষ্ঠানিক নিশ্চয়তা চেয়েছে নয়াদিল্লি। গত নভেম্বর মাসে সাংহাই বিমানবন্দরে ভারতীয় পাসপোর্টধারী এক নারীকে আটক করার ঘটনায় ক্ষোভ জানিয়ে ভারত বলছে—এ ধরনের আচরণ দুই দেশের সম্পর্ক পুনর্গঠনের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে পারে।

গত ২১ নভেম্বর সাংহাই বিমানবন্দরে যুক্তরাজ্য-ভিত্তিক ভারতীয় নাগরিক প্রিমা ওয়াংজম থংডককে আটকে ফেলে চীনা নিরাপত্তা বাহিনী। অভিযোগ—তিনি ভারতের অরুণাচল প্রদেশে জন্ম নেওয়ায় তার পাসপোর্ট ‘অবৈধ’। বেইজিং দীর্ঘদিন ধরে অরুণাচল প্রদেশকে ‘দক্ষিণ তিব্বত’ বলে দাবি করে আসছে, যা ভারত সর্বদা প্রত্যাখ্যান করেছে।

ঘটনার সময় প্রিমাকে জাপানের পরবর্তী ফ্লাইটে উঠতে দেওয়া হয়নি এবং প্রায় ১৮ ঘণ্টা তাকে আটক রাখা হয়। দিল্লি এই আচরণকে অনভিপ্রেত ও সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছে।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রনধীর জয়সওয়াল বলেন—“আমরা আশা করি, চীনা কর্তৃপক্ষ ভারতীয় যাত্রীদের লক্ষ্যবস্তু করবে না। ট্রানজিটের সময় তাদের হয়রানি বা ইচ্ছেমতো আটক করা উচিত নয়। আন্তর্জাতিক বিমান ভ্রমণবিধির প্রতি সম্মান প্রদর্শন করা উচিত বেইজিংয়ের।”

তিনি ভারতীয় নাগরিকদের চীন বা চীনের মধ্য দিয়ে ভ্রমণকালে যথাযথ সতর্কতা অবলম্বনের পরামর্শও দেন। রয়টার্স জানায়, এই বিষয়ে মন্তব্যের অনুরোধ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো জানায়নি। তবে গত মাসে বেইজিং বলেছিল, দেশের সব বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আইন ও বিধি মেনে পরিচালিত হয়।

চলমান সীমান্ত উত্তেজনার মধ্যেও সাম্প্রতিক সময়ে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে ভারত ও চীন। সাত বছরের মধ্যে প্রথমবারের মতো গত আগস্টে চীন সফর করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি ও শি জিনপিং তখন প্রতিদ্বন্দ্বিতার বদলে সহযোগিতার বার্তা দেন।

২০২০ সালে হিমালয় সীমান্তে দুই দেশের সেনাদের সংঘর্ষে ২০ ভারতীয় ও চার চীনা সেনার মৃত্যুর পর সম্পর্কের তিক্ততা তুঙ্গে ওঠে। ৩ হাজার ৮০০ কিলোমিটার অমীমাংসিত সীমান্ত এখনো দুই প্রতিবেশীর মধ্যে উত্তেজনার কেন্দ্রবিন্দু।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সৌদিতে প্রথমবার ধনী বিদেশিদের কাছে মদ বিক্রি শুরু
অসংক্রামক রোগ প্রতিরোধে যৌথ ঘোষণা: ১ মাসের মধ্যে কর্মপরিকল্পনা
জাতীয় নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট খারিজ
পেঁয়াজের দাম কেজিতে কমলো ৪০ টাকা
৮১ দেশীয় নির্বাচন পর্যবেক্ষককে নিবন্ধন দিল ইসি
১ জানুয়ারি থেকেই সেন্ট্রাল ইউনিভার্সিটির ক্লাস শুরুর প্রস্তুতি
বিএমইউয়ের গবেষণা রিপোর্ট; যথেচ্ছ ব্যবহারে অকার্যকর অনেক এন্টিবায়োটিক ওষুধ
১৬ ডিসেম্বর ৬৪ জেলায় বাজবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান
তফসিল ঘোষণার জন্য ১০ ডিসেম্বর বিটিভিকে ডেকেছে ইসি
আসিফ নজরুলের ‘মিথ্যে বনাম সত্য’
স্মারকলিপি নিতে ‘ভয়’! পেট্রোবাংলার মূল গেট ৪০ মিনিট বন্ধ
একটি দল ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করছে: সালাহউদ্দিন
ট্রাইব্যুনালে ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন বিএনপির ফজলুর রহমান
ইসির সঙ্গে বৈঠকে জামায়াত
অনার্স–মাস্টার্স শিক্ষকদের জন্য সুখবর: নতুন নীতিমালা দেখুন
খালেদা জিয়ার সিটিস্ক্যানের তথ্য ‘অনুমাননির্ভর’: বিএনপি মিডিয়া সেল
বিটিআরসির আশ্বাসে মোবাইল ব্যবসায়ীদের অবরোধ স্থগিত
৫ বছরে বৈদেশিক ঋণ বেড়েছে ৪২%
৮-১৫ ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের তফসিল
জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনে ইসি প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে সিই