সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

| ২৪ অগ্রাহায়ণ ১৪৩২

সৌদিতে প্রথমবার ধনী বিদেশিদের কাছে মদ বিক্রি শুরু

আন্তর্জাতিক ডেস্ক 

প্রকাশ: ২১:৪৫, ৮ ডিসেম্বর ২০২৫

সৌদিতে প্রথমবার ধনী বিদেশিদের কাছে মদ বিক্রি শুরু

সৌদিতে শর্তসাপেক্ষে ধনী বিদেশিদের কাছে মদ বিক্রি হচ্ছে। ছবি: সংগৃহীত

কাগজে-কলমে এখনও সৌদি আরবে মদ্যপান এবং মদ কেনা-বেচা সম্পূর্ণ নিষিদ্ধ। তবে গত কয়েক মাস ধরে নীরবে বদলে যাচ্ছে চিত্র। রাজাধানী রিয়াদের কূটনৈতিক এলাকায় সরকারি অনুমোদনপ্রাপ্ত একটি লিকার শপে এখন নির্দিষ্ট শর্তসাপেক্ষে ধনী বিদেশিদের কাছে মদ বিক্রি হচ্ছে— যা সৌদির কঠোর নীতির ইতিহাসে এক নতুন অধ্যায়।

সরকারি নীতিতে স্পষ্ট করে দেওয়া হয়েছে— মদ কিনতে চাইলে ক্রেতাকে অবশ্যই অমুসলিম, বিদেশি নাগরিক এবং মাসিক আয় কমপক্ষে ৫০ হাজার রিয়াল (প্রায় ১৩,৩০০ ডলার) হতে হবে। আগে এই দোকান থেকে শুধু কূটনীতিকরাই মদ কিনতে পারতেন। সম্প্রতি এই সুবিধা বাড়িয়ে দেওয়া হয়েছে প্রিমিয়াম ভিসাধারী বিদেশিদের জন্যও।

বর্তমানে সৌদিতে প্রিমিয়াম ভিসার আওতায় বসবাস করছেন ১২ হাজার ৫০০ জনের বেশি বিদেশি নাগরিক। এদের অনেকে ইতিমধ্যেই রিয়াদের দোকান থেকে মদ কেনার অভিজ্ঞতা শেয়ার করেছেন বার্তাসংস্থা এএফপি–কে।

এক বিদেশি বলেন, “আমরা প্রথমে বিষয়টি বিশ্বাসই করতে পারিনি। দোকানে ঢুকে প্রাথমিক চেকিং শেষে যখন মদ কিনলাম— সত্যিই অবাক হয়েছিলাম।”
আরেকজন বলেন, “বন্ধুরা প্রথমে ভেবেছিল আমি মজা করছি। পরে যখন তারা নিজের চোখে দেখল, হতবাক হয়ে গেল।”

ইসলামের জন্মভূমি সৌদিতে ১৯৫২ সাল পর্যন্ত মদের দোকান চালু ছিল। একই বছর সরকার দেশে মদ্যপান ও মদ বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে। তবে ২০১৭ সালে যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস) দায়িত্ব নেওয়ার পর তেলের ওপর নির্ভরতা কমিয়ে দেশের অর্থনৈতিক কাঠামো বদলে ফেলার পরিকল্পনা হাতে নেন। বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং পর্যটকবান্ধব পরিবেশ গড়ার অংশ হিসেবেই এই নতুন অনুমোদনকে দেখা হচ্ছে।

সৌদি সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন— ২০২৬ সালের মধ্যে জেদ্দা ও দাহরানেও আরও দুটি অনুমোদিত লিকার শপ খোলার পরিকল্পনা রয়েছে।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সৌদিতে প্রথমবার ধনী বিদেশিদের কাছে মদ বিক্রি শুরু
অসংক্রামক রোগ প্রতিরোধে যৌথ ঘোষণা: ১ মাসের মধ্যে কর্মপরিকল্পনা
জাতীয় নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট খারিজ
পেঁয়াজের দাম কেজিতে কমলো ৪০ টাকা
৮১ দেশীয় নির্বাচন পর্যবেক্ষককে নিবন্ধন দিল ইসি
১ জানুয়ারি থেকেই সেন্ট্রাল ইউনিভার্সিটির ক্লাস শুরুর প্রস্তুতি
বিএমইউয়ের গবেষণা রিপোর্ট; যথেচ্ছ ব্যবহারে অকার্যকর অনেক এন্টিবায়োটিক ওষুধ
১৬ ডিসেম্বর ৬৪ জেলায় বাজবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান
তফসিল ঘোষণার জন্য ১০ ডিসেম্বর বিটিভিকে ডেকেছে ইসি
আসিফ নজরুলের ‘মিথ্যে বনাম সত্য’
স্মারকলিপি নিতে ‘ভয়’! পেট্রোবাংলার মূল গেট ৪০ মিনিট বন্ধ
একটি দল ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করছে: সালাহউদ্দিন
ট্রাইব্যুনালে ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন বিএনপির ফজলুর রহমান
ইসির সঙ্গে বৈঠকে জামায়াত
অনার্স–মাস্টার্স শিক্ষকদের জন্য সুখবর: নতুন নীতিমালা দেখুন
খালেদা জিয়ার সিটিস্ক্যানের তথ্য ‘অনুমাননির্ভর’: বিএনপি মিডিয়া সেল
বিটিআরসির আশ্বাসে মোবাইল ব্যবসায়ীদের অবরোধ স্থগিত
৫ বছরে বৈদেশিক ঋণ বেড়েছে ৪২%
সরকার দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ‘ব্যর্থ’: টিআইবি
বাড়ল ভোজ্যতেলের দাম