সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

| ২৪ অগ্রাহায়ণ ১৪৩২

গণঅভ্যুত্থানে শহীদ

দুই মরদেহ তোলার পর ডিএনএ সংগ্রহ ও ময়নাতদন্ত সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২:২১, ৮ ডিসেম্বর ২০২৫

দুই মরদেহ তোলার পর ডিএনএ সংগ্রহ ও ময়নাতদন্ত সম্পন্ন

সিআইডি সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান। ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ অজ্ঞাতনামা ব্যক্তিদের পরিচয় শনাক্তে আন্তর্জাতিক বিধি ও ফরেনসিক মানদণ্ড মেনে কাজ চালিয়ে যাচ্ছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ইতোমধ্যে কবর থেকে উত্তোলিত দুটি মরদেহের ডিএনএ নমুনা সংগ্রহ ও ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। আরও তিনটি মরদেহের কাজ চলছে।

সোমবার (৮ ডিসেম্বর) মালিবাগে সিআইডি সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।

১১৪টি কবর চিহ্নিত, ধাপে ধাপে উত্তোলন

রবিবার (৭ ডিসেম্বর) রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ-সংলগ্ন কবরস্থান থেকে ধারাবাহিকভাবে ১১৪টি কবর উত্তোলনের মাধ্যমে পরিচয় শনাক্ত কার্যক্রম শুরু করে সিআইডি।

প্রথম দিনে কবর থেকে উত্তোলিত দুটি মরদেহের ডিএনএ নমুনা সংগ্রহ, পোস্টমর্টেম শেষে পুনরায় দাফন করা হয়। সোমবার সকাল থেকে আরও তিনটি মরদেহের নমুনা সংগ্রহ চলমান রয়েছে।

জসীম উদ্দিন খান বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে স্বজন হারানো সাতটি পরিবারের ১১ জন সদস্য এসে সিআইডিতে ডিএনএ নমুনা দিয়েছেন। অজ্ঞাতনামা শহীদদের ডিএনএ প্রোফাইল তৈরি করে পরিবারের সদস্যদের সঙ্গে মিলিয়ে পরিচয় নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”

আন্তর্জাতিক ফরেনসিক প্রটোকল অনুসারে কার্যক্রম

এর আগে রোববার অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সংবাদ সম্মেলনে সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ বলেন, পুরো প্রক্রিয়া মিনেসোটা প্রটোকলসহ আন্তর্জাতিক রীতি মেনে সম্পন্ন করা হবে। এজন্য সিটি করপোরেশন, ঢাকা মেডিকেল কলেজ, ফরেনসিক বিশেষজ্ঞ, ডিএমপি এবং বিভাগীয় কমিশনারসহ সব সংস্থাকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

তিনি বলেন, “যারা আনাসের মতো বুকের রক্ত ঢেলে দেশের জন্য রাজপথে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেই অজ্ঞাতনামা শহীদদের পরিচয় জাতির কাছে স্পষ্ট করা একটি মানবিক দায়িত্ব—আজ সেই মহান কাজের সূচনা হলো।”

আর্জেন্টিনার ফরেনসিক বিশেষজ্ঞ নেতৃত্ব দিচ্ছেন পুরো কার্যক্রমে

ছিবগাত উল্লাহ জানান, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার (ওএইচসিএইচআর)-এর উদ্যোগে আর্জেন্টিনা থেকে ফরেনসিক বিশেষজ্ঞ লুইস ফন্ডিব্রাইডার ঢাকায় এসে পুরো উত্তোলন ও শনাক্তকরণ প্রক্রিয়ায় নেতৃত্ব দিচ্ছেন।

লুইস গত ৪০ বছরে ৬৫টি দেশে গণকবর ও অজ্ঞাত পরিচয় মরদেহ শনাক্তের অপারেশন পরিচালনা করেছেন। তিনি বলেন, “গত তিন মাস ধরে আমি সিআইডির সঙ্গে কাজ করছি। নিশ্চয়তা দিচ্ছি—এ কার্যক্রম আন্তর্জাতিক ফরেনসিক মানদণ্ডে সম্পন্ন হবে এবং স্থানীয় বিশেষজ্ঞরা প্রতিটি ধাপে সম্পৃক্ত থাকবেন।”

পরিবার চাইলে মরদেহ গ্রহণ করতে পারবেন

এক প্রশ্নের জবাবে সিআইডি প্রধান বলেন, পরিচয় শনাক্তের পর স্বজন চাইলে মরদেহ গ্রহণ করতে পারবেন। এ পর্যন্ত ১০ জন স্বজন আবেদন করেছেন। আরও কেউ চাইলে সিআইডির হটলাইনে যোগাযোগ করে ডিএনএ নমুনা দিতে পারবেন।

সাংবাদিকদের প্রতি সংবেদনশীলতা বজায় রাখার অনুরোধ

ছিবগাত উল্লাহ বলেন, “মরদেহের ছবি বা সংবেদনশীল তথ্য আন্তর্জাতিক প্রটোকল অনুযায়ী প্রকাশ করা যাবে না। এটি অত্যন্ত মানবাধিকার-সংশ্লিষ্ট কাজ। পরিবারগুলোর বেদনা আমরা জানি—তাই আপনাদেরও সহযোগিতা কামনা করছি।”

তিনি আরও বলেন, “আমরা জানি না কোন কবরে কে আছেন। তাই সময় কত লাগবে বলা সম্ভব নয়। তবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি—এই প্রক্রিয়ায় সব শহীদের পরিচয় বের করা সম্ভব হবে।”

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

টিকিটবিহীন ২১০০ যাত্রী শনাক্ত, রেলওয়ের অভিযানে আদায় সাড়ে ৪ লাখ টাকা
সৌদিতে প্রথমবার ধনী বিদেশিদের কাছে মদ বিক্রি শুরু
অসংক্রামক রোগ প্রতিরোধে যৌথ ঘোষণা: ১ মাসের মধ্যে কর্মপরিকল্পনা
জাতীয় নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট খারিজ
পেঁয়াজের দাম কেজিতে কমলো ৪০ টাকা
৮১ দেশীয় নির্বাচন পর্যবেক্ষককে নিবন্ধন দিল ইসি
১ জানুয়ারি থেকেই সেন্ট্রাল ইউনিভার্সিটির ক্লাস শুরুর প্রস্তুতি
বিএমইউয়ের গবেষণা রিপোর্ট; যথেচ্ছ ব্যবহারে অকার্যকর অনেক এন্টিবায়োটিক ওষুধ
১৬ ডিসেম্বর ৬৪ জেলায় বাজবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান
তফসিল ঘোষণার জন্য ১০ ডিসেম্বর বিটিভিকে ডেকেছে ইসি
আসিফ নজরুলের ‘মিথ্যে বনাম সত্য’
স্মারকলিপি নিতে ‘ভয়’! পেট্রোবাংলার মূল গেট ৪০ মিনিট বন্ধ
একটি দল ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করছে: সালাহউদ্দিন
ট্রাইব্যুনালে ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন বিএনপির ফজলুর রহমান
ইসির সঙ্গে বৈঠকে জামায়াত
অনার্স–মাস্টার্স শিক্ষকদের জন্য সুখবর: নতুন নীতিমালা দেখুন
খালেদা জিয়ার সিটিস্ক্যানের তথ্য ‘অনুমাননির্ভর’: বিএনপি মিডিয়া সেল
বিটিআরসির আশ্বাসে মোবাইল ব্যবসায়ীদের অবরোধ স্থগিত
৫ বছরে বৈদেশিক ঋণ বেড়েছে ৪২%
সরকার দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ‘ব্যর্থ’: টিআইবি