চন্দনাইশে ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের সাথে মতবিনিময় করেন কর্নেল অলি
চন্দনাইশ প্রতিনিধি
প্রকাশ: ২২:৫৬, ৮ ডিসেম্বর ২০২৫
চন্দনাইশে আসহাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউট আয়োজিত ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন কর্নেল অলি। ছবি: সমাজকাল
সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে আসহাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউটের মাঠে আসহাব সিরাজ ফাউন্ডেশনের পরিচালনায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আসহাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব মুহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম। প্রধান বক্তা ছিলেন এলডিপি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক। স্বাগত বক্তব্য রাখেন আসহাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মৃদুল কান্তি দেবনাথ।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল, জামিরজুরি রজবিয়া আজিজিয়া রহমানিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য ও দোহাজারী এলডিপির সভাপতি লিয়াকত আলী, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল।
দলীয় নেতাকর্মী, প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে উপস্থিত ছিলেন।
