জাপানে সুনামির আশঙ্কা: উপকূল ছাড়ার নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৩:০৭, ৮ ডিসেম্বর ২০২৫
জাপানে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর সুনামির উচ্চ সতর্কতা জারি। ছবি: সংগৃহীত
জাপানের আওমোরি প্রিফেকচারের পূর্ব উপকূলের কাছে হোক্কাইডো অঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর সুনামির উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সোমবার স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের পর উপকূলীয় জনপদে বসবাসকারীদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যেতে নির্দেশ দিয়েছে।
দেশটির আবহাওয়া সংস্থা জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি (জেএমএ) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তি ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫০ কিলোমিটার গভীরে। হোক্কাইডো জুড়ে তীব্র কম্পন অনুভূত হয়, আর স্থানীয় ভূমিকম্প সূচকে আওমোরির হাচিনোহে শহরে ৬ মাত্রার বেশি কম্পন রেকর্ড করা হয়েছে।
হাচিনোহের একটি হোটেল কর্মী স্থানীয় গণমাধ্যমকে বলেন—“ভূমিকম্পে কয়েকজন আহত হয়েছেন বলে আশঙ্কা রয়েছে। তবে সবাই সচেতন অবস্থায় আছেন।”
সুনামির আশঙ্কা—তিন মিটার পর্যন্ত ঢেউ। উত্তর জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে, বিশেষ করে—ইওয়াতে প্রিফেকচার, হোক্কাইডো ও আওমোরির উপকূলীয় অঞ্চল। এলাকাগুলোতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ঢেউয়ের উচ্চতা তিন মিটার পর্যন্ত হতে পারে বলে সতর্ক করা হয়েছে। কিছু উপকূলীয় এলাকায় ইতোমধ্যে ৪০ সেন্টিমিটার উচ্চতার সুনামি ঢেউ আছড়ে পড়েছে।
মিয়াগি ও ফুকুশিমার কিছু অংশেও প্রশাসন সতর্কতা জারি করেছে। জনগণকে উপকূল, সৈকত ও নদীর মোহনা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
হোক্কাইডো ও তোহোকু অঞ্চলের কয়েকটি পৌরসভা তাৎক্ষণিকভাবে উঁচু স্থানে বা আশ্রয়কেন্দ্রে সরে যেতে বলেছে। উপকূলীয় অনেক এলাকায় সাইরেনে সতর্কবার্তা বাজানো হয়েছে। খবর: জিও নিউজ।
