সুন্দরবনে অভিযানে হরিণের মাংস উদ্ধার, শিকারি আটক
খুলনা প্রতিনিধি
প্রকাশ: ২২:৫৯, ৮ ডিসেম্বর ২০২৫
সুন্দরবনে অভিযানে হরিণের মাংস উদ্ধার, শিকারি আটক। ছবি: সংগৃহীত
সুন্দরবনের কয়রা অঞ্চলে কোস্ট গার্ডের ধারাবাহিক অভিযানে উদ্ধার করা হয়েছে জিম্মি জেলে ও বন্যপ্রাণীর মাংস। সোমবার সন্ধ্যায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক নিশ্চিত করেন যে, এক রাতে দুটি বিশেষ অভিযান চালিয়ে তারা অস্ত্র–গোলাবারুদ, জিম্মি জেলে এবং হরিণের মাংস উদ্ধার করেছে।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়—দুর্ধর্ষ ‘দুলাভাই বাহিনী’ সুন্দরবনের নাগজোড়া খালসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এরই পরিপ্রেক্ষিতে ৭ ডিসেম্বর রাত ৮টায় কোস্ট গার্ড স্টেশন কয়রা একটি বিশেষ অভিযান শুরু করে।
অভিযানের সময় সশস্ত্র ডাকাতদের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে গেলেও কোস্ট গার্ড একনলা বন্দুক, একটি তাজা কার্তুজ ও একটি ফাঁকা কার্তুজ জব্দ করে এবং তাদের কাছে জিম্মি থাকা চার জেলেকে জীবিত উদ্ধার করে। পরবর্তীতে জেলেদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে রবিবার দিবাগত রাত ২টায় ময়দাপেশা খাল এলাকা টার্গেট করে আরেকটি অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড। এসময় তল্লাশিতে ৭২ কেজি হরিণের মাংস, ২টি মাথা, ৩০০ মিটার ফাঁদসহ মোট চারজন হরিণ শিকারিকে আটক করা হয়।
জব্দ করা মাংস, ফাঁদ এবং আটক শিকারিদের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মুখপাত্র।
তিনি আরও বলেন,“সুন্দরবনকে দস্যুমুক্ত রাখা এবং বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।”
