ইতালির ওয়ার্ক ভিসা নিয়ে দূতাবাসের নতুন নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৩:০২, ৮ ডিসেম্বর ২০২৫
ইতালির ওয়ার্ক ভিসা নিয়ে দূতাবাসের নতুন নির্দেশনা। ছবি: সংগৃহীত
ইতালিতে কর্মসংস্থান ভিসার (ওয়ার্ক ভিসা) আবেদনকারীদের জন্য অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া সহজ করতে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকার ইতালি দূতাবাস। সোমবার এক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়—২০২৫ সালের নুলাওস্তাধারীরা কীভাবে অ্যাপয়েন্টমেন্ট পাবেন, সে বিষয়ে বহু প্রশ্নের প্রেক্ষিতে এই দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যাদের কাছে ২০২৫ সালে ইস্যু করা অথবা একই বছরে পুনঃনিশ্চিত নুলাওস্তা আছে, তাদের ভিএফএস গ্লোবালের নির্দিষ্ট অনলাইন পোর্টালে নিবন্ধন করতে হবে। সেখানে ইতালিয়ান নিয়োগকর্তা কর্তৃক সরবরাহ করা বৈধ নুলাওস্তার কপি আপলোড করতে হবে।
দূতাবাস জানায়, প্রয়োজনীয় যাচাই–বাছাই সম্পন্ন হওয়ার পর নিবন্ধনের কয়েক দিনের মধ্যেই আবেদনকারীকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে।
এদিকে ২০২৩–২০২৪ সালের নুলাওস্তাধারীদের ক্ষেত্রে ভিন্ন নির্দেশনা রয়েছে। দূতাবাস জানায়—এই নুলাওস্তাগুলোর পুনর্মূল্যায়ন এখনো চলমান। ইতালিয়ান ইমিগ্রেশন অফিস পর্যালোচনা সম্পন্ন করলে ভিএফএস গ্লোবাল আবেদনকারীদের সঙ্গে নিজ উদ্যোগে যোগাযোগ করবে।
দূতাবাসের মতে, ভিসা প্রক্রিয়া নিয়ে বিভ্রান্তি দূর করতে ও আবেদনকারীদের সুবিধার কথা বিবেচনা করেই এই স্পষ্টীকরণ দেওয়া হয়েছে।
