সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

| ২৪ অগ্রাহায়ণ ১৪৩২

সাবেক এমপি ইলিয়াস মোল্লার নামে অবৈধ সম্পদ অর্জনে মামলা অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২:৪১, ৮ ডিসেম্বর ২০২৫

সাবেক এমপি ইলিয়াস মোল্লার নামে অবৈধ সম্পদ অর্জনে মামলা অনুমোদন

ঢাকা-১৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. ইলিয়াস উদ্দিন মোল্লা। ছবি: সংগৃহীত

ঢাকা-১৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. ইলিয়াস উদ্দিন মোল্লা ও তার স্ত্রী ফরিদা ইলিয়াসের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অস্বাভাবিক লেনদেনের অভিযোগে দুটি পৃথক মামলা অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

সোমবার (৮ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেন দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম।

দুদকের অভিযোগ অনুযায়ী, সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে ইলিয়াস মোল্লা বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও পূর্তকাজে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে ব্যাপক অর্থ লুটপাট করেন। মিরপুর এলাকায় প্রায় ৭০০ একর খাসজমি দখল এবং ঘুষ লেনদেনের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এসব কর্মকাণ্ডের ফলে নিজের ও পরিবারের সদস্যদের নামে কোটি কোটি টাকার সম্পদ গড়ে তোলেন তিনি।

প্রথম মামলায় বলা হয়েছে, ইলিয়াস মোল্লা জ্ঞাত আয়ের বাইরে ১৪ কোটি ৮ লাখ ২৮ হাজার টাকার সম্পদ অর্জন করেছেন। পাশাপাশি ৪০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাবে ১৭৩ কোটি ৪৬ লাখ টাকার বেশি অস্বাভাবিক লেনদেনও চিহ্নিত করেছে দুদক।

অন্য মামলায় অভিযুক্ত হয়েছেন তার স্ত্রী ফরিদা ইলিয়াস। অভিযোগে বলা হয়েছে, তিনি ২ কোটি ৫৩ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন এবং তার চারটি ব্যাংক হিসাবে প্রায় ৯ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন পাওয়া গেছে। এ মামলায় ইলিয়াস মোল্লাকেও সহআসামি করা হয়েছে।

দুদক জানিয়েছে, ইলিয়াস মোল্লার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, দুর্নীতি প্রতিরোধ আইন এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অভিযোগ আনা হয়েছে। ফরিদা ইলিয়াসের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে দুর্নীতি দমন কমিশন আইন, মানি লন্ডারিং প্রতিরোধ আইন এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায়।

দুদক বলছে, দীর্ঘ তদন্ত ও নথিপত্র যাচাইয়ের পর এই দুটি মামলা অনুমোদন করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

টিকিটবিহীন ২১০০ যাত্রী শনাক্ত, রেলওয়ের অভিযানে আদায় সাড়ে ৪ লাখ টাকা
সৌদিতে প্রথমবার ধনী বিদেশিদের কাছে মদ বিক্রি শুরু
অসংক্রামক রোগ প্রতিরোধে যৌথ ঘোষণা: ১ মাসের মধ্যে কর্মপরিকল্পনা
জাতীয় নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট খারিজ
পেঁয়াজের দাম কেজিতে কমলো ৪০ টাকা
৮১ দেশীয় নির্বাচন পর্যবেক্ষককে নিবন্ধন দিল ইসি
১ জানুয়ারি থেকেই সেন্ট্রাল ইউনিভার্সিটির ক্লাস শুরুর প্রস্তুতি
বিএমইউয়ের গবেষণা রিপোর্ট; যথেচ্ছ ব্যবহারে অকার্যকর অনেক এন্টিবায়োটিক ওষুধ
১৬ ডিসেম্বর ৬৪ জেলায় বাজবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান
তফসিল ঘোষণার জন্য ১০ ডিসেম্বর বিটিভিকে ডেকেছে ইসি
আসিফ নজরুলের ‘মিথ্যে বনাম সত্য’
স্মারকলিপি নিতে ‘ভয়’! পেট্রোবাংলার মূল গেট ৪০ মিনিট বন্ধ
একটি দল ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করছে: সালাহউদ্দিন
ট্রাইব্যুনালে ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন বিএনপির ফজলুর রহমান
ইসির সঙ্গে বৈঠকে জামায়াত
অনার্স–মাস্টার্স শিক্ষকদের জন্য সুখবর: নতুন নীতিমালা দেখুন
খালেদা জিয়ার সিটিস্ক্যানের তথ্য ‘অনুমাননির্ভর’: বিএনপি মিডিয়া সেল
বিটিআরসির আশ্বাসে মোবাইল ব্যবসায়ীদের অবরোধ স্থগিত
৫ বছরে বৈদেশিক ঋণ বেড়েছে ৪২%
সরকার দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ‘ব্যর্থ’: টিআইবি