সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

| ২৪ অগ্রাহায়ণ ১৪৩২

ঢাকায় নির্ধারিত স্থানেই হচ্ছে আতিফ আসলামের কনসার্ট

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২:৩৪, ৮ ডিসেম্বর ২০২৫

ঢাকায় নির্ধারিত স্থানেই হচ্ছে আতিফ আসলামের কনসার্ট

ঢাকায় নির্ধারিত স্থানেই হচ্ছে আতিফ আসলামের কনসার্ট। ছবি: সংগৃহীত

ঢাকায় নির্ধারিত স্থানেই অনুষ্ঠিত হচ্ছে উপমহাদেশের জনপ্রিয় তারকা আতিফ আসলামের কনসার্ট—এমনটাই নিশ্চিত করেছে আয়োজক সংস্থা স্পিরিটস অব জুলাই এবং মেইন স্টেইজ। সম্প্রতি বিভিন্ন কনসার্ট স্থগিত হওয়ায় অনুরাগীদের মনে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, আয়োজকদের এই ঘোষণায় তার অবসান হলো।

এক যৌথ বিজ্ঞপ্তিতে আয়োজকেরা জানান, আগামী ১৩ ডিসেম্বর (শনিবার) পূর্বাচল নিউ টাউনের বাংলাদেশ–চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হবে বছরের অন্যতম প্রতীক্ষিত এই শো—‘মেইন স্টেইজ শো–২০২৫’। এতে প্রধান আকর্ষণ হিসেবে মঞ্চে থাকবেন আতিফ আসলাম। পাশাপাশি বাংলাদেশি জনপ্রিয় মিউজিশিয়ান ফুয়াদ, ব্যান্ড নেমেসিসসহ আরও বেশ কয়েকজন শিল্পীর পারফরম্যান্সে জমে উঠবে অনুষ্ঠান।

স্পিরিটস অব জুলাই জানায়, ২০২৪ সালের ২১ ডিসেম্বর তারা আর্মি স্টেডিয়ামে ‘ইকোস অব রেভ্যুলেশন’ নামে এক চ্যারিটি শো আয়োজন করেছিল, যার উদ্দেশ্য ছিল জুলাইয়ের ছাত্র–জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে সহায়তা করা। রাহাত ফাতেহ আলী খানের অংশগ্রহণে আয়োজিত ওই কনসার্ট থেকে ১ কোটি ৬৫ লাখ ১১ হাজার ৪৮৫ টাকা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন (জেএসএসএফ)-এ প্রদান করা হয়।

২০২৫ সালেও একই চেতনা ধরে রাখতে আয়োজন করা হচ্ছে ‘ইকোস অব রেভ্যুলেশন ২.০’–এর ধারাবাহিকতা। আয়োজকেরা জানান, এবারের কনসার্টের মোট লভ্যাংশের ৪০ শতাংশ পুনর্বাসন কার্যক্রমে ব্যয় করার জন্য প্রদান করা হবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে। এর জন্য গত ২ নভেম্বর ২০২৫ একটি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়েছে।

বারবার কনসার্ট স্থগিত হওয়ার ঘটনায় ভক্তদের মধ্যে দুশ্চিন্তা তৈরি হলেও এবার আয়োজকেরা সাফ জানিয়ে দেন—“নির্ধারিত সময়েই নির্ধারিত স্থানে হবে আতিফ আসলামের কনসার্ট।”

তরুণ প্রজন্মের অন্যতম আকাঙ্ক্ষিত এই অনুষ্ঠানে নিরাপত্তা, আয়োজন এবং দর্শক প্রবেশ–ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করা হয়েছে বলেও জানায় আয়োজক সংস্থাগুলো।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

টিকিটবিহীন ২১০০ যাত্রী শনাক্ত, রেলওয়ের অভিযানে আদায় সাড়ে ৪ লাখ টাকা
সৌদিতে প্রথমবার ধনী বিদেশিদের কাছে মদ বিক্রি শুরু
অসংক্রামক রোগ প্রতিরোধে যৌথ ঘোষণা: ১ মাসের মধ্যে কর্মপরিকল্পনা
জাতীয় নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট খারিজ
পেঁয়াজের দাম কেজিতে কমলো ৪০ টাকা
৮১ দেশীয় নির্বাচন পর্যবেক্ষককে নিবন্ধন দিল ইসি
১ জানুয়ারি থেকেই সেন্ট্রাল ইউনিভার্সিটির ক্লাস শুরুর প্রস্তুতি
বিএমইউয়ের গবেষণা রিপোর্ট; যথেচ্ছ ব্যবহারে অকার্যকর অনেক এন্টিবায়োটিক ওষুধ
১৬ ডিসেম্বর ৬৪ জেলায় বাজবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান
তফসিল ঘোষণার জন্য ১০ ডিসেম্বর বিটিভিকে ডেকেছে ইসি
আসিফ নজরুলের ‘মিথ্যে বনাম সত্য’
স্মারকলিপি নিতে ‘ভয়’! পেট্রোবাংলার মূল গেট ৪০ মিনিট বন্ধ
একটি দল ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করছে: সালাহউদ্দিন
ট্রাইব্যুনালে ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন বিএনপির ফজলুর রহমান
ইসির সঙ্গে বৈঠকে জামায়াত
অনার্স–মাস্টার্স শিক্ষকদের জন্য সুখবর: নতুন নীতিমালা দেখুন
খালেদা জিয়ার সিটিস্ক্যানের তথ্য ‘অনুমাননির্ভর’: বিএনপি মিডিয়া সেল
বিটিআরসির আশ্বাসে মোবাইল ব্যবসায়ীদের অবরোধ স্থগিত
৫ বছরে বৈদেশিক ঋণ বেড়েছে ৪২%
সরকার দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ‘ব্যর্থ’: টিআইবি