সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

| ২৪ অগ্রাহায়ণ ১৪৩২

বিজয়ের মাসে শিল্পকলায় যাত্রাপালা

আজ মঞ্চস্থ ‘সিরাজউদ্দৌলা’

প্রকাশ: ২০:৪৮, ৮ ডিসেম্বর ২০২৫

আজ মঞ্চস্থ ‘সিরাজউদ্দৌলা’

‘সিরাজউদ্দৌলা’ যাত্রাপালার দৃশ্য। ছবি: সমাজকাল

বিজয়ের মাসজুড়ে যাত্রাশিল্পের ঐতিহ্য তুলে ধরতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলছে মাসব্যাপী যাত্রাপালা প্রদর্শনী। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় গত ১ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিবন্ধিত যাত্রাদলগুলো অংশ নিচ্ছে। প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হচ্ছে একেকটি যাত্রাপালা, যা চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।

আজ ০৮ ডিসেম্বর, সোমবার, একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হলো যাত্রাপালা ‘সিরাজউদ্দৌলা’। পালাকার শচীন সেনগুপ্ত রচিত এবং জুয়েল রানার নির্দেশনায় নেত্রকোনার ‘প্রত্যয় বাংলাদেশ যাত্রাদল’ উপস্থাপন করে পালাটি। এতে অভিনয় করেন মো. জহিরুল ইসলাম খান, নিবাস চন্দ্র শীল, এম. এ. সালাম গজনবী, শাহানুল কবির বাবুল, উৎপল চক্রবর্তী, মো. শহীদুল আলম দুলালসহ আরও অনেকে।

নেপথ্যের শিল্পী ও কলাকুশলীদের দক্ষ সমন্বয়ে মঞ্চায়নটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত। আলো, শব্দ, মঞ্চসজ্জা থেকে শুরু করে নৃত্য–গীত–সংলাপ—সব মিলিয়ে দর্শকদের সামনে জীবন্ত হয়ে উঠে নবাব সিরাজউদ্দৌলার সংগ্রাম, দেশপ্রেম ও পলাশীর মর্মান্তিক ট্র্যাজেডি।

 সংক্ষিপ্ত ইতিহাস
১৯৩৮ সালে রচিত শচীন্দ্র নাথ সেনগুপ্তের এ নাটক বাংলা নাট্যাঙ্গনে এক অনন্য মাইলফলক। কলকাতার নাট্যনিকেতনে একই বছরের ২৯ জুন প্রথম মঞ্চায়নে সংগীত পরিচালনার দায়িত্বে ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, যেখানে তিনি নিজের লেখা পাঁচটি গান পরিবেশন করেন। পরে ১৯৩৯ সালে এটি প্রথমবার বেতারে প্রচারিত হয়। ৮৭ বছরেরও বেশি সময় ধরে অগণিতবার মঞ্চায়িত এই পালা এখনও সমান জনপ্রিয়।

নিবন্ধিত ৩৬টি যাত্রাদল মঞ্চস্থ করবে ৩৬টি যাত্রাপালা, আর মহান বিজয় দিবসে বিশেষভাবে প্রদর্শিত হবে বাংলাদেশের শিল্পকলা একাডেমি রেপার্টরির ‘জেনারেল ওসমানী’।
প্রতিটি প্রদর্শনীর টিকিট মূল্য ১০০ টাকা, এবং টিকিট বিক্রির পুরো অর্থ সংশ্লিষ্ট যাত্রাদলকে প্রদান করা হবে। পাশাপাশি প্রতিদিন বিকেল ৫টা থেকে জাতীয় নাট্যশালার উন্মুক্ত প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে দেশাত্মবোধক যাত্রাগানের বিশেষ কনসার্ট। প্রতিটি পালা জুরি বোর্ডের মাধ্যমে মূল্যায়ন করা হচ্ছে।

আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে বেলাব, নরসিংদীর ‘নিউ চ্যালেঞ্জার অপেরা’ মঞ্চস্থ করবে যাত্রাপালা ‘বাহরাম বাদশা’। পালাটির পালাকার কবি ফইজু ফকির, আর পরিচালনায় থাকছেন রাশেদুল হক। 

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

অসংক্রামক রোগ প্রতিরোধে যৌথ ঘোষণা: ১ মাসের মধ্যে কর্মপরিকল্পনা
জাতীয় নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট খারিজ
পেঁয়াজের দাম কেজিতে কমলো ৪০ টাকা
৮১ দেশীয় নির্বাচন পর্যবেক্ষককে নিবন্ধন দিল ইসি
১ জানুয়ারি থেকেই সেন্ট্রাল ইউনিভার্সিটির ক্লাস শুরুর প্রস্তুতি
বিএমইউয়ের গবেষণা রিপোর্ট; যথেচ্ছ ব্যবহারে অকার্যকর অনেক এন্টিবায়োটিক ওষুধ
১৬ ডিসেম্বর ৬৪ জেলায় বাজবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান
তফসিল ঘোষণার জন্য ১০ ডিসেম্বর বিটিভিকে ডেকেছে ইসি
আসিফ নজরুলের ‘মিথ্যে বনাম সত্য’
স্মারকলিপি নিতে ‘ভয়’! পেট্রোবাংলার মূল গেট ৪০ মিনিট বন্ধ
একটি দল ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করছে: সালাহউদ্দিন
ট্রাইব্যুনালে ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন বিএনপির ফজলুর রহমান
ইসির সঙ্গে বৈঠকে জামায়াত
অনার্স–মাস্টার্স শিক্ষকদের জন্য সুখবর: নতুন নীতিমালা দেখুন
খালেদা জিয়ার সিটিস্ক্যানের তথ্য ‘অনুমাননির্ভর’: বিএনপি মিডিয়া সেল
বিটিআরসির আশ্বাসে মোবাইল ব্যবসায়ীদের অবরোধ স্থগিত
৫ বছরে বৈদেশিক ঋণ বেড়েছে ৪২%
৮-১৫ ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের তফসিল
জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনে ইসি প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে সিই
নির্বাচনী ইশতেহারে অর্থ, পেশীশক্তি ও ধর্মের অপব্যবহার বিষয়ে অঙ্গীকার চায় টিআইবি