কানাডায় শুরু হচ্ছে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শনী
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৭:০৮, ৮ ডিসেম্বর ২০২৫
মুক্তির গান, সাবিত্রী ও মেঘমল্লার সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত
বিজয়ের মাসে বাংলাদেশি বাঙালির গৌরব—মহান মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে কানাডায় শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী। টরন্টো ফিল্ম ফোরামের আয়োজনে অনুষ্ঠিত এই ব্যতিক্রমী উৎসবে প্রদর্শিত হবে মুক্তিযুদ্ধভিত্তিক একাধিক সিনেমা ও প্রামাণ্যচিত্র।
মাল্টি কালচারাল ফিল্ম স্ক্রিনিং সেন্টারে আয়োজিত এ প্রদর্শনী শুরু হবে আগামী ১২ ডিসেম্বর থেকে এবং চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে দর্শকদের জন্য প্রদর্শিত হবে নির্বাচিত চলচ্চিত্রগুলো।
১২ ডিসেম্বর :
উৎসবের উদ্বোধনী দিনে দেখানো হবে দুটি প্রামাণ্য চলচ্চিত্র—টরন্টো ফিল্ম ফোরাম প্রযোজিত ‘আমার পঞ্চাশ’,তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ পরিচালিত বিশ্বখ্যাত প্রামাণ্যচিত্র ‘মুক্তির গান’।
১৩ ডিসেম্বর:
এই দিনে প্রদর্শিত হবে ফুয়াদ চৌধুরী পরিচালিত ডকু-ড্রামা ‘দুটি যুদ্ধের একটি গল্প’, যেখানে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে এক ভিন্ন বয়ান তুলে ধরা হয়েছে।
১৪ ডিসেম্বর:
শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ৩০০০ ড্যানফোর্থ অ্যাভিনিউ প্রাঙ্গণে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুরু হবে দিনের আনুষ্ঠানিকতা। এরপর দেখানো হবে নাদিম ইকবালের নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র ‘ড. নুরুন নবী—আজন্ম মুক্তিযোদ্ধা’।
চতুর্থ দিন:
এই দিনে প্রদর্শিত হবে পান্থ প্রসাদ পরিচালিত প্রশংসিত সিনেমা ‘সাবিত্রী’।
সিনেমাটি পেয়েছে—ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের প্যানোরোমা বিভাগে শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার, ফ্রান্সের গাঙ্গে সুর সেইন উৎসবে বেস্ট অরিজিনাল স্ক্রিনপ্লে অ্যাওয়ার্ড।
১৬ ডিসেম্বর—বিজয় দিবস
বিজয় দিবস উপলক্ষে প্রদর্শিত হবে জাহিদুর রহিম অঞ্জন পরিচালিত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সিনেমা ‘মেঘমল্লার’—যা মুক্তিযুদ্ধের মানবিক দিককে গভীরভাবে ফুটিয়ে তোলে।
