গায়ক আসিফকে কড়া জবাব ওমর সানীর
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৮:৪৫, ৮ ডিসেম্বর ২০২৫
সামাজিক মাধ্যমে তুমুল আলোচনায় এখন চিত্রনায়ক ওমর সানী ও সংগীতশিল্পী আসিফ আকবর। ফুটবলকে হেয় করে দেওয়া মন্তব্যের জেরে শুরু হওয়া দ্বন্দ্ব এবার রূপ নিয়েছে ব্যক্তিজীবন কেন্দ্রিক তীব্র বাকযুদ্ধে। পডকাস্টে নিজের পরিবারকে নিয়ে আসিফের মন্তব্য 'অগ্রহণযোগ্য' দাবি করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ওমর সানী।
ফুটবল ও ফুটবলারদের নিয়ে সংগীতশিল্পী আসিফ আকবরের মন্তব্যকে ঘিরে গত এক মাস ধরে সামাজিক মাধ্যম উত্তাল। একটি ক্রিকেট কনফারেন্সে করা সেই মন্তব্যের পর থেকেই তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন বহু ফুটবলার ও ভক্তরা। এ প্রসঙ্গে তখনই প্রতিক্রিয়া জানিয়েছিলেন চিত্রনায়ক ওমর সানী।
সম্প্রতি এক পডকাস্টে বিষয়টি আবার সামনে তোলেন উপস্থাপক। সেখানে ওমর সানীকে নিয়ে ব্যক্তিগত মন্তব্য করেন গায়ক আসিফ আকবর। তিনি সানীকে ‘সহজ-সরল’, ‘চাপ বিক্রি করা মানুষ’ এবং ‘নারী শাসিত পুরুষ’ বলে আখ্যায়িত করেন। এমনকি ব্যক্তিজীবন নিয়েও ব্যঙ্গাত্মক মন্তব্য করেন তিনি। যদিও বক্তব্যের শেষাংশে ‘আই লাভ হিম’ বলে নরম হওয়ার চেষ্টা করেন আসিফ, কিন্তু ততক্ষণে বিতর্ক আরও ঘনীভূত হয়ে ওঠে।
এই মন্তব্যে ক্ষুব্ধ হয়ে সোমবার সকালে ভিডিও বার্তা প্রকাশ করেন চিত্রনায়ক ওমর সানী। সেখানে তিনি স্পষ্ট ভাষায় বলেন,“আমি কখনও তার ব্যক্তিজীবন নিয়ে কথা বলিনি। পরিবার নিয়ে একটিও শব্দ করিনি। আমি শুধু চেয়ারের প্রসঙ্গ তুলেছিলাম। কিন্তু উনি টেলিভিশনে আমার ব্যক্তিজীবন নিয়ে কথা বললেন—এটা গ্রহণযোগ্য নয়।”
আরও কঠোর সুরে তিনি গায়ককে উদ্দেশ্য করে বলেন,“আসিফ, তুই গিয়ে মৌসুমীকে জিজ্ঞেস কর—আমি কোথায় দাঁড়িয়ে আছি। আমাকে নিয়ে কথা বল, ফুটবল নিয়ে বল, চেয়ার নিয়ে বল। কিন্তু পরিবার নিয়ে বলবি না। ব্যক্তিজীবন নিয়ে কথা বলার প্রয়োজন নেই।”
ভিডিওর এক পর্যায়ে হাত তুলে দৃশ্যমানভাবে সতর্কবার্তা দিয়ে তিনি বলেন,“হাতটা দেখছস? আজ আমি ঢাকা সিটিতে আছি। সাহস থাকলে সামনে এসে কথা বল।”
সবশেষে ওমর সানী প্রশ্ন তোলেন আসিফ আকবরের ব্যক্তিত্ব নিয়েও। বলেন,“তোর কোনো ব্যক্তিত্ব আছে? মৌসুমী আর আমার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবি? ভালো হ, ভদ্র হ। আল্লাহ তোকে সম্মান দিয়েছেন—সেটা ধরে রাখ।”
দুই জনপ্রিয় তারকার এই পাল্টাপাল্টি মন্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কেউ আসিফের মন্তব্যকে অপ্রাসঙ্গিক বলে সমালোচনা করছেন, আবার কেউ সানীর কঠোর জবাবকে সমর্থন জানাচ্ছেন। বিনোদন অঙ্গনে এখন নজর—এই শব্দযুদ্ধ আরও কত দূর গড়ায়।
