সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

| ২৪ অগ্রাহায়ণ ১৪৩২

মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ ‘পরশ’, আসছে ১৪ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯:২৫, ৮ ডিসেম্বর ২০২৫

মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ ‘পরশ’, আসছে ১৪ ডিসেম্বর

মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ ‘পরশ’, আসছে ১৪ ডিসেম্বর। ছবি: সংগৃহীত

মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ আসছে ডিসেম্বরের মাঝামাঝি। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, ‘পরশ’ নামের এই শৈত্যপ্রবাহ ১৪ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে সক্রিয় থাকতে পারে। সোমবার (৮ ডিসেম্বর) সংস্থাটির ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়।

বিডব্লিউওটির ভাষ্য অনুযায়ী, এই শৈত্যপ্রবাহকে মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হচ্ছে। তাদের পর্যবেক্ষণ বলছে, শৈত্যপ্রবাহ সক্রিয় থাকার সময় রংপুর, রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগের কিছু এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ইতোমধ্যে দেশে শীতের আমেজ স্পষ্ট হচ্ছে। চলতি মৌসুমে এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়—১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১১ ডিগ্রি, কুমিল্লা, বদলগাছী, গোপালগঞ্জ, রাজারহাটে ১২ দশমিক ৫ এবং যশোর ও চুয়াডাঙ্গায় ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমেছে। রাজশাহী, কুষ্টিয়ার কুমারখালী এবং পাবনার ঈশ্বরদীতেও তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি।

পূর্বাভাসে বলা হয়, দেশের অনেক জায়গায় রাতের তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে নেমে যাওয়ায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা আরও জোরালো হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের মানদণ্ড অনুযায়ী, তাপমাত্রা ১০ ডিগ্রি বা তার নিচে নামলেই শৈত্যপ্রবাহ শুরু হয়েছে বলে ধরা হয়। ৮–১০ ডিগ্রি হলে মৃদু, ৬–৮ ডিগ্রি হলে মাঝারি, ৪–৬ হলে তীব্র এবং ৪ ডিগ্রির নিচে নামলে অতিতীব্র শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচিত হয়।

পূর্বাভাস বলছে, ডিসেম্বরেই দেশে এক থেকে দুটি শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে। এগুলোর প্রকৃতি মৃদু থেকে মাঝারি হতে পারে, অর্থাৎ তাপমাত্রা ১০ থেকে প্রায় ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

জাতীয় নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট খারিজ
পেঁয়াজের দাম কেজিতে কমলো ৪০ টাকা
৮১ দেশীয় নির্বাচন পর্যবেক্ষককে নিবন্ধন দিল ইসি
১ জানুয়ারি থেকেই সেন্ট্রাল ইউনিভার্সিটির ক্লাস শুরুর প্রস্তুতি
বিএমইউয়ের গবেষণা রিপোর্ট; যথেচ্ছ ব্যবহারে অকার্যকর অনেক এন্টিবায়োটিক ওষুধ
১৬ ডিসেম্বর ৬৪ জেলায় বাজবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান
তফসিল ঘোষণার জন্য ১০ ডিসেম্বর বিটিভিকে ডেকেছে ইসি
আসিফ নজরুলের ‘মিথ্যে বনাম সত্য’
স্মারকলিপি নিতে ‘ভয়’! পেট্রোবাংলার মূল গেট ৪০ মিনিট বন্ধ
একটি দল ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করছে: সালাহউদ্দিন
ট্রাইব্যুনালে ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন বিএনপির ফজলুর রহমান
ইসির সঙ্গে বৈঠকে জামায়াত
অনার্স–মাস্টার্স শিক্ষকদের জন্য সুখবর: নতুন নীতিমালা দেখুন
খালেদা জিয়ার সিটিস্ক্যানের তথ্য ‘অনুমাননির্ভর’: বিএনপি মিডিয়া সেল
বিটিআরসির আশ্বাসে মোবাইল ব্যবসায়ীদের অবরোধ স্থগিত
৫ বছরে বৈদেশিক ঋণ বেড়েছে ৪২%
৮-১৫ ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের তফসিল
জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনে ইসি প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে সিই
নির্বাচনী ইশতেহারে অর্থ, পেশীশক্তি ও ধর্মের অপব্যবহার বিষয়ে অঙ্গীকার চায় টিআইবি
সরকার দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ‘ব্যর্থ’: টিআইবি