গ্রিসের উপকূলে ডুবে যাওয়া নৌকা থেকে ১৭ তরুণের মরদেহ উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২০:০৫, ৮ ডিসেম্বর ২০২৫
মরদেহ উদ্ধার করা হচ্ছে। ছবি:নিউ ইয়র্ক টাইমস।
গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলে আবারও ঘটল ভয়াবহ মানবিক বিপর্যয়। ডুবে যাওয়া একটি নৌকা থেকে অন্তত ১৭ জন অভিবাসী ও আশ্রয়প্রার্থীর মরদেহ উদ্ধার করেছে দেশটির উপকূল রক্ষীবাহিনী। সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেন গ্রিস কোস্টগার্ডের একজন মুখপাত্র। তিনি জানান, একই নৌকা থেকে দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং তারা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
এএফপির খবরে জানানো হয়, নৌকাটি কী কারণে ডুবেছে তা এখনো নিশ্চিত নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নৌকাটি হয় ডুবে গেছে অথবা আংশিকভাবে ভেঙে গেছে, যার ভেতর থেকে লাশগুলো পাওয়া যায়। এ ঘটনায় দেশজুড়ে শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
ক্রিটের আইরাপেট্রা শহরের মেয়র ম্যানোলিস ফ্রাঙ্গুলিস সাংবাদিকদের বলেন, উদ্ধার হওয়া মরদেহগুলোর সবাই ছিলেন তরুণ পুরুষ। তিনি জানান, নৌকাটি দুই পাশ থেকেই ক্ষতিগ্রস্ত হয়েছিল, আর এর ফলে যাত্রীরা নৌকার ভেতরে খুব সংকীর্ণ জায়গায় গাদাগাদি করে অবস্থান করতে বাধ্য হন।
গ্রিসের কর্মকর্তারা জানান, নৌকাটি পাওয়া গেছে ক্রিট থেকে প্রায় ২৬ নটিক্যাল মাইল (৪৮ কিলোমিটার) দক্ষিণ-পশ্চিমে। সমুদ্রের উত্তাল আবহাওয়া উদ্ধারকাজকে কঠিন করে তুললেও কোস্টগার্ডের জাহাজ ও হেলিকপ্টার পুরো এলাকায় তল্লাশি চালাচ্ছে।
ইউরোপে আশ্রয়ের আশায় বিপজ্জনক সমুদ্রপথে প্রাণঘাতী অভিবাসনযাত্রা থামেনি। সাম্প্রতিক বছরগুলোতে এ ধরনের ডুবে যাওয়ার ঘটনা বেড়েই চলেছে, যা আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
