ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’, বায়ুদূষণে বিশ্বের দ্বিতীয় শহর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:১৩, ৩ ডিসেম্বর ২০২৫
বছরের শুষ্ক মৌসুম ও অতিরিক্ত যানবাহন, কলকারখানা ও ইটভাটার ধোঁয়ার কারণে রাজধানী ঢাকার বায়ুদূষণ ফের বৃদ্ধি পেয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ঢাকা ২৩৭ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। এই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত ভালো, ৫১–১০০ মাঝারি, ১০১–১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১–২০০ অস্বাস্থ্যকর, ২০১–৩০০ খুব অস্বাস্থ্যকর এবং ৩০১–৪০০ ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। ‘খুব অস্বাস্থ্যকর’ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থদের ঘরের ভিতরে থাকা এবং অন্যদের বাইরে বের হওয়ার ক্ষেত্রে মাস্ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়।
একিউআই তালিকায় বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে শীর্ষে রয়েছে ভারতের দিল্লি (২৬৫ স্কোর)। তৃতীয় স্থানে অবস্থান করছে কলকাতা (২২৯ স্কোর), চতুর্থে পাকিস্তানের লাহোর, এবং পঞ্চমে সংযুক্ত আরব আমিরাতের একটি শহর (১৯৬ স্কোর)।
আইকিউএয়ারের প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার বায়ুমানের সাম্প্রতিক খারাপ অবস্থার প্রধান কারণ হলো শুষ্ক আবহাওয়া, কম বৃষ্টি এবং নগরায়নের ফলে তৈরি অতিরিক্ত ধোঁয়া। রাজধানীবাসীকে ঘরে থাকলে জানালা বন্ধ রাখার এবং বাইরে গেলে মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
