ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস উদযাপিত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ১৪:৫১, ৮ ডিসেম্বর ২০২৫
শহীদ বীর মুক্তিযোদ্ধা স্মারক স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসনসহ নানা শ্রেণী-পেশার মানুষ। ছবি: সমাজকাল
গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় ব্রাহ্মণবাড়িয়ায় পাকিস্তানি হানাদার বাহিনী মুক্ত দিবস উদযাপিত হয়েছে। শহীদ বীর মুক্তিযোদ্ধা স্মারক স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন জেলা প্রশাসনসহ নানা শ্রেণী-পেশার মানুষ।
সোমবার (৮ নভেম্বর) সকালে শহরের কাউতলীতে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের তালিকা দিয়ে নির্মিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ এবং পরে আলোচনা সভা করা হয়।
এতে অংশ নেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) রঞ্জন চন্দ্র দে, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তারসহ বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্টজনেরা।
