ফুটসাল নারী বিশ্বকাপের প্রথম আসরে চ্যাম্পিয়ন ব্রাজিল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪:৩১, ৮ ডিসেম্বর ২০২৫
ফুটবল ইতিহাসে নতুন অধ্যায় রচিত হলো ম্যানিলায়। নারী ফুটবল বিশ্বকাপের প্রথম সংস্করণেই শিরোপা জিতেছে ব্রাজিল, দাপুটে ফুটবলে ফাইনালে পর্তুগালকে ৩–০ গোলে হারিয়ে।
রবিবার (৭ ডিসেম্বর) ফিলিপাইনের পাসিগ সিটির ফিলস্পোর্টস অ্যারেনায় অনুষ্ঠিত জমজমাট ফাইনালে প্রায় ৫ হাজার দর্শকের সামনে সাম্বা মেয়েরা দেখায় আধিপত্যের ফুটবল।
প্রথমার্ধের মাঝামাঝি সময়ে এমিলির গোলেই এগিয়ে যায় ব্রাজিল। গত বছরের ফিফা সেরা নারী ফুটসাল খেলোয়াড় এমিলি এবারও উজ্জ্বল—টুর্নামেন্টে ৭ গোল ও ২ অ্যাসিস্ট করে জিতেছেন গোল্ডেন বল ও গোল্ডেন বুট—দুই পুরস্কারই নিজের করে নিলেন তিনি।
বিরতির পর আরও শক্তিশালী রূপে ফেরে ব্রাজিল। দ্বিতীয়ার্ধে আমানদিনহা ব্যবধান দ্বিগুণ করেন। আর ম্যাচ শেষ হওয়ার মাত্র তিন মিনিট আগে দেবোরা ভানিন তৃতীয় গোলটি করে ট্রফি নিশ্চিত করেন। অপরাজিত অবস্থায় ব্রাজিলের শিরোপা জয় ফুটবল নারীদের বিশ্বমঞ্চে এক নতুন দিগন্ত।
অন্যদিকে, সেমিফাইনালে আর্জেন্টিনাকে বিদায় করা পর্তুগাল রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হলো। তবে তাদের গোলরক্ষক আনা ক্যাথারিনা জিতেছেন টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কার।
দিনের অন্য ম্যাচে স্পেন ৫–১ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করে। স্প্যানিশ ফুটবলশিল্পের আধুনিক ধারায় খেলেন লরা কর্দোবা—দলটির হয়ে দুটি গোল করেন তিনি।
ব্রাজিল কোচ উইলসন সাবোইয়ার মতে, এই শিরোপা শুধু জয় নয়—এটি দেশের ফুটসাল সংস্কৃতিকে আরও বিস্তৃত করার অনুপ্রেরণা। ম্যাচ শেষে তিনি বলেন,
“এই জয় স্কুল, ক্লাব ও বিশ্ববিদ্যালয়ে ফুটবলকে আরও জনপ্রিয় করবে। এর মাধ্যমেই আরও ভালো কোচ ও খেলোয়াড় জন্ম নেবে।”
প্রথম নারী ফুটসাল বিশ্বকাপেই ব্রাজিলের এমন ক্যারিশম্যাটিক জয় নিঃসন্দেহে বিশ্বমঞ্চে একটি নতুন শক্তির ঘোষণা।
