নোয়াখালী এক্সপ্রেসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পলাশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩:৩৯, ৬ ডিসেম্বর ২০২৫
নোয়াখালী এক্সপ্রেসের সঙ্গে যুক্ত হলেন পলাশ। বিপিএলের আসন্ন দ্বাদশ আসরে প্রথমবারের মতো অংশ নিচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। নিলাম অনুষ্ঠিত হওয়ার আগে থেকেই তারা দেশি-বিদেশি ক্রিকেটারদের নিয়ে শক্তি বাড়ানো শুরু করে। এবার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশকে নিয়োগ দিয়েছে দলটি।
নোয়াখালী এক্সপ্রেস পলাশকে নিয়োগ দেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিশ্চিত করেছে।
এই অভিনেতাকে দায়িত্ব দেওয়ার বিষয়ে নোয়াখালী এক্সপ্রেস ফেসবুক পোস্টে লিখেছে, ‘ওরে রোকেয়ারে তুই কোনাই? আইতো নোয়াখালী এক্সপ্রেসে করি বিপিএলে চলি আইছি।’
জনপ্রিয় ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্টে ‘কাবিলা’ চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন পলাশ।
২০২৬ বিপিএলে নোয়াখালী এক্সপ্রেসের স্কোয়াড :
হাসান মাহমুদ, সৌম্য সরকার, কুশল মেন্ডিস, জনসন চার্লস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি অনিক, হাবিবুর রহমান সোহান, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দিপু, রেজাউর রহমান রাজা, নাজমুল ইসলাম অপু, আবু হাসিম, মেহেদী হাসান রানা, সৈকত আলী, সাব্বির হোসেন, রহমতউল্লাহ আলী, ইহসানউল্লাহ খান, হায়দার আলী, মোহাম্মদ নবি।
