এমএলএস কাপ জিতে মেসি: ‘এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিলাম’
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫:২৯, ৭ ডিসেম্বর ২০২৫
লিওনেল মেসি আবারও রেকর্ড করলেন। ইন্টার মিয়ামির জার্সিতে ক্যারিয়ারের ৪৭তম শিরোপা জিতে এমএলএস কাপের মঞ্চে তুলে ধরলেন নিজের অনুভূতি।
৬ ডিসেম্বর ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে ভ্যানকুভার হোয়াইটক্যাপসকে ৩–১ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো এমএলএস কাপ জিতেছে মিয়ামি—আর এই জয়ে দুটি অ্যাসিস্ট করে মুখ্য ভূমিকা রেখেছেন মেসি।
মাঠে পুরো ম্যাচজুড়ে আধিপত্য বিস্তারকারী মেসিকে দেওয়া হয় মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (এমভিপি) পুরস্কারও।
ইন্টার মিয়ামির প্রথম গোল এল আত্মঘাতী ভুলে, কিন্তু সেই সুযোগ তৈরি করেন মেসি—যে বল থেকে শট নেন তাদেও আলেন্দে।
৭১ মিনিটে মেসির দুর্দান্ত থ্রু-পাস ধরে রদ্রিগো ডি পল করেন দ্বিতীয় গোল। অতিরিক্ত সময়ে আলেন্দের করা নিশ্চিত গোলটির অ্যাসিস্টও আসে মেসির সোনালি পা থেকে।
ম্যাচশেষে মেসি বলেন, “তিন বছর আগে এমএলএসে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম। আজ আমরা এমএলএস চ্যাম্পিয়ন। দল অসাধারণ পরিশ্রম করেছে। এটি সেই মুহূর্ত, যার জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম। খুবই ভালো লাগছে।”
২০২৩ সালে ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার পর প্রথম মৌসুমে প্লে–অফে যেতে পারেনি দল। ২০২৪ সালে রেকর্ড পয়েন্ট নিয়ে সাপোর্টার্স শিল্ড জিতলেও অপূর্ণ থেকে যায় এমএলএস কাপের স্বাদ। অবশেষে ২০২৫ সালে পূরণ হলো মিয়ামি–মেসির যৌথ স্বপ্ন।
দলের কোচ হাভিয়ের মাশেরানো বলেন—
“মৌসুমজুড়ে মেসি শুধু গোল-অ্যাসিস্টেই নয়, ডিফেন্সেও অবিশ্বাস্য ভূমিকা রেখেছে। শেষ কয়েক ম্যাচে তার অতিরিক্ত প্রেসিংই দেখিয়ে দিয়েছে—এই শিরোপা তার কাছে কতটা গুরুত্বপূর্ণ।”
