অবশেষে বিয়ে ভেঙে দিলেন স্মৃতি মান্দানা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬:১৪, ৭ ডিসেম্বর ২০২৫
ভারতের নারী ক্রিকেটের সুপারস্টার স্মৃতি মান্দানা শেষ পর্যন্ত ভেঙেই দিলেন তার বহুল আলোচিত বিয়ে। সুরকার পলাশ মুচ্ছলের সঙ্গে আসন্ন বিয়ে নিয়ে কয়েক সপ্তাহ ধরে যে জল্পনা-গুঞ্জন চলছিল, শনিবার সকালেই তা নিজের সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে স্পষ্ট করলেন স্মৃতি।
২৩ নভেম্বর বিয়ের তারিখ নির্ধারিত থাকলেও হঠাৎ মান্দানার বাবার অসুস্থতার কারণে অনুষ্ঠান স্থগিত করা হয়। এরপর থেকেই দুই পরিবারের সম্পর্ক, পলাশকে ঘিরে নানা অভিযোগ এবং মান্দানার ভাইসহ সতীর্থদের পলাশকে ‘আনফলো’ করার ঘটনায় জল্পনা আরও তীব্র হয়।
অবশেষে সকল গুঞ্জনের ইতি টেনে মান্দানা লিখেছেন,
“গত কয়েক সপ্তাহ ধরে আমার ব্যক্তিগত জীবন নিয়ে নানা জল্পনা চলছে। আমি খুব ব্যক্তিগত মানুষ, কিন্তু এই মুহূর্তে জানানো জরুরি— বিয়ে বাতিল করা হয়েছে। অনুরোধ করছি, এখানেই বিষয়টি শেষ করুন।”
তিনি আরও যোগ করেন—“দয়া করে দুই পরিবারের গোপনীয়তাকে সম্মান করুন। আমার মনোযোগ থাকবে কেবল দেশের হয়ে খেলা এবং ট্রফি জেতার মধ্যে। আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ— এগিয়ে যাওয়ার সময় এসেছে।”
উল্লেখ্য, মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে ভারতের নারী বিশ্বকাপ জয়ের মুহূর্তেই পিচে দাঁড়িয়ে মান্দানাকে বিয়ের প্রস্তাব দেন পলাশ মুচ্ছল। সেই রোমান্টিক মুহূর্ত মিডিয়ায় ভাইরালও হয়।
কিন্তু পলাশের বিরুদ্ধে একাধিক সম্পর্কের অভিযোগ প্রকাশ্যে আসায় পরিস্থিতি অন্য দিকে মোড় নেয়। শেষ পর্যন্ত ভারতীয় ওপেনারের ঘোষণা— বিয়ে আর হচ্ছে না।
