সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

| ২৪ অগ্রাহায়ণ ১৪৩২

আনুষ্ঠানিকভাবে কোনও ফরম্যাট থেকেই অবসর নেইনি : সাকিব

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩:১৯, ৮ ডিসেম্বর ২০২৫

আনুষ্ঠানিকভাবে কোনও ফরম্যাট থেকেই অবসর নেইনি :  সাকিব

বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান নতুন করে জানিয়ে দিলেন, তিনি এখনও কোনো ফরম্যাট থেকেই আনুষ্ঠানিকভাবে অবসর নেননি। টেস্ট ও টি–টোয়েন্টি থেকে অবসর ঘোষণা দিলেও সেই সিদ্ধান্ত বদলে ফেলেছেন তিনি। 

জনপ্রিয় ‘বিয়ার্ড বিফোর উইকেট’ পডকাস্টে রবিবার অংশ নিয়ে সাবেক অধিনায়ক বলেন, দেশের মাটিতে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে তিন সংস্করণ থেকেই বিদায় নিতে চান তিনি।

সাকিবের ভাষায়,‘আমি আনুষ্ঠানিকভাবে কোনও ফরম্যাট থেকেই অবসর নেইনি। দেশে ফিরে একটা পূর্ণাঙ্গ সিরিজ—ওয়ানডে, টেস্ট, টি–টোয়েন্টি—খেলেই অবসর নিতে চাই। কোন ফরম্যাট দিয়ে শুরু বা শেষ হবে সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়; কিন্তু একটি সিরিজেই সব ফরম্যাট থেকে বিদায় বলতে চাই।’

২০২৪ সালের মে মাসের পর আর দেশে ফেরেননি সাকিব। একই বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি রাজনৈতিক অঙ্গনেও আলোচনায় আসেন। দলের মনোনীত সংসদ সদস্য হিসেবে তার নাম একটি হত্যা মামলার এফআইআরে ওঠে। এর মধ্যেও পাকিস্তান ও ভারতের বিপক্ষে টেস্ট খেলেন তিনি। কানপুরে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টই তার সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ।

বাংলাদেশে ফিরবেন কি না? এই প্রশ্নে সাকিব বলেন,
‘আশাবাদী। তাই তো বিভিন্ন টি–টোয়েন্টি লিগে খেলছি। আমি মনে করি দেশে ফেরা সম্ভব হবে।’

তিনি আরও জানান, ফলাফলের চাপ নিতে চান না। বরং সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ঘরের মাঠে শেষবার মাঠে নামাই হবে তার একমাত্র ইচ্ছা।

গত সেপ্টেম্বরে কানপুর টেস্টের আগে টি–টোয়েন্টি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন সাকিব। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে সিরিজ দিয়ে শেষ টেস্ট খেলতে চেয়েছিলেন তিনি।
কিন্তু শেরে বাংলা স্টেডিয়াম এলাকায় বিক্ষোভ–হামলার ঘটনায় পরিস্থিতি চরম অস্থির হলে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে নীরব থাকার জন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হয়। পরে নিরাপত্তাজনিত কারণে বিসিবি তাকে দলে রাখেনি।

এদিকে বিসিবির কর্মকর্তারা বছরের শুরুতে জানিয়েছিলেন—চাইলেই সাকিব ফিরতে পারবেন। তবে পরবর্তীতে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, সাকিব আর জাতীয় দলে খেলতে পারবেন না; কারণ তিনি শেখ হাসিনাকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছিলেন।

মাগুরা–২ আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য জানান, ক্রিকেট ক্যারিয়ার ফুরালেও রাজনীতি তাকে আকর্ষণ করে,
‘ক্রিকেটীয় দিক থেকে আমার ভূমিকা শেষ। এখন হয়তো রাজনৈতিক ভূমিকা বাকি। মাগুরার মানুষসহ দেশের জন্য কিছু করার ইচ্ছে আগেও ছিল, এখনও আছে।’

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

তফসিল ঘোষণার জন্য ১০ ডিসেম্বর বিটিভিকে ডেকেছে ইসি
আসিফ নজরুলের ‘মিথ্যে বনাম সত্য’
স্মারকলিপি নিতে ‘ভয়’! পেট্রোবাংলার মূল গেট ৪০ মিনিট বন্ধ
একটি দল ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করছে: সালাহউদ্দিন
ট্রাইব্যুনালে ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন বিএনপির ফজলুর রহমান
ইসির সঙ্গে বৈঠকে জামায়াত
অনার্স–মাস্টার্স শিক্ষকদের জন্য সুখবর: নতুন নীতিমালা দেখুন
খালেদা জিয়ার সিটিস্ক্যানের তথ্য ‘অনুমাননির্ভর’: বিএনপি মিডিয়া সেল
বিটিআরসির আশ্বাসে মোবাইল ব্যবসায়ীদের অবরোধ স্থগিত
৫ বছরে বৈদেশিক ঋণ বেড়েছে ৪২%
৮-১৫ ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের তফসিল
জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনে ইসি প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে সিই
নির্বাচনী ইশতেহারে অর্থ, পেশীশক্তি ও ধর্মের অপব্যবহার বিষয়ে অঙ্গীকার চায় টিআইবি
সরকার দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ‘ব্যর্থ’: টিআইবি
বাড়ল ভোজ্যতেলের দাম
কৃষি কর্মকর্তাদেরও লটারির মাধ্যমে পদায়ন: কৃষি উপদেষ্টা
আরও ১০০ কোল্ড স্টোরেজ: কৃষি উপদেষ্টা
ভোটের দায়িত্ব পাচ্ছেন না বেসরকারি ব্যাংক কর্মকর্তারা
১৯৭১ সালেই মানুষ তাদের কর্মকাণ্ড দেখেছে : তারেক রহমান
প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসিসহ চার নির্বাচন কমিশনারের বৈঠক