বিশ্বকাপের আগে বড় সিদ্ধান্ত নেইমারের: হাঁটুর অস্ত্রোপচার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫:৫৪, ৮ ডিসেম্বর ২০২৫
২০২৬ বিশ্বকাপের আর মাত্র ছয় মাস বাকি। এই সময়টায় যে সিদ্ধান্ত কেউই নিতে চাইবেন না, ঠিক সেই কঠিন পথেই হাঁটলেন ব্রাজিলের ফুটবল মহাতারকা নেইমার জুনিয়র। সাম্প্রতিক হাঁটুর মেনিসকাস ইনজুরির কারণে তিনি জানালেন—অস্ত্রোপচার করাতে হবে। ফলে আবারও বড় অনিশ্চয়তায় পড়ল তার বিশ্বকাপ মিশন।
ব্রাজিলের হয়ে আগের তিন বিশ্বকাপে ছিলেন আক্রমণের প্রধান ভরসা। অথচ ২০২৩ সালের বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে গুরুতর চোট পাওয়ার পর থেকে জাতীয় দলে আর খেলা হয়নি তার। নতুন কোচ কার্লো আনচেলত্তি স্পষ্ট জানিয়েছিলেন—নেইমারের জায়গা দলে ফিরবে তখনই, যখন তিনি পুরোপুরি ফিট।
এরই মধ্যে ক্লাব ফুটবলে নেইমার দেখিয়েছেন তার অদম্য লড়াই। সান্তোসের হয়ে লিগের শেষ ম্যাচে ক্রুজেইরোর বিপক্ষে ৩-০ গোলের দুর্দান্ত জয়ে দল শুধু অবনমন এড়াতেই পারেনি, বরং নিশ্চিত করেছে মহাদেশীয় টুর্নামেন্ট কোপা সুদামেরিকানায় খেলা। চোট থাকা সত্ত্বেও শেষ কয়েক ম্যাচে নেইমার একাই করেছেন ৫ গোল ও ১ অ্যাসিস্ট—যা সান্তোসের টিকে থাকার মূল ভিত্তি।
ম্যাচ শেষে সাংবাদিকদের তিনি বলেন,“আমি এসেছিলাম দলকে সাহায্য করতে। কয়েক সপ্তাহ খুবই কঠিন ছিল। যারা আমাকে সমর্থন করেছে তাদের ধন্যবাদ। এবার বিশ্রাম দরকার, তারপর হাঁটুর অস্ত্রোপচার।”
তবে সার্জারি কতদিনের পুনর্বাসন সময় নেবে, কবে মাঠে ফিরবেন—এ বিষয়ে কোনো তথ্য দেননি তিনি। আর এ কারণেই বাড়ছে ব্রাজিল শিবিরের দুশ্চিন্তা। বিশ্বকাপের আগে প্রস্তুতি ক্যাম্পেও তাকে পাওয়া যাবে কি না তা নিশ্চিত নয়।
বিশ্ব ফ্যানদের মনে এখন একটাই প্রশ্ন—
ফুটবল বিশ্বের অন্যতম সেরা শিল্পীকে কি দেখা যাবে ২০২৬ বিশ্বকাপের মঞ্চে, নাকি ইনজুরি আবারও থামিয়ে দেবে তাকে?
