ছিনতাইয়ের সময় বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা হত্যা: অভিযুক্ত গ্রেপ্তার
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৫:০১, ৮ ডিসেম্বর ২০২৫
টঙ্গীতে সিদ্দিকুর রহমান হত্যাকাণ্ডে জড়িত অন্যতম ছিনতাইকারী ইমরান (৩০)-কে গ্রেপ্তার করেছে র্যাব-১ এর সদস্যরা। ছবি: সংগৃহীত
টঙ্গীতে সিদ্দিকুর রহমান হত্যাকাণ্ডে জড়িত অন্যতম ছিনতাইকারী ইমরান (৩০)-কে গ্রেপ্তার করেছে র্যাব-১ এর সদস্যরা। রবিবার বিকেলে র্যাব-১ ও টঙ্গী পূর্ব থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে টঙ্গীর হাজী মাজার বস্তি থেকে তাকে আটক করে। এসময় ছিনতাইয়ে ব্যবহৃত একটি ছোরা এবং রক্তাক্ত জুতা উদ্ধার করা হয়। ইমরান গাজীপুরের কোনাবাড়ী থানার কড্ডা কালাপুর গ্রামের ইউনুস তালুকদারের ছেলে।
নিহত সিদ্দিকুর রহমান (৫৭) ঢাকার কেরানীগঞ্জে বিদ্যুৎ বিভাগে স্টোর কিপার হিসেবে কর্মরত ছিলেন এবং টঙ্গীর মধুমিতা রোডের আপন নীড় হাউজিং এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।
র্যাব সূত্রে জানা যায়, গত শনিবার সকালে নিজের বাসা মধুমিতা তিনতলা মসজিদের পিছনের আপন নীড় হাউজিং থেকে কর্মস্থল কেরানীগঞ্জের কলাতিয়ার উদ্দেশ্যে রওনা হন সিদ্দিকুর রহমান। পরে তিনি বিআরটি প্রকল্পের উড়ালসড়কে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় ছিনতাইকারী ইমরান তার পথরোধ করে মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ইমরান তার সঙ্গে থাকা ছুরি দিয়ে সিদ্দিকুরের বাম হাতের উপরের অংশে আঘাত করে। এরপর মোবাইলটি নিয়ে সিঁড়ি দিয়ে পালিয়ে গিয়ে টঙ্গী পশ্চিম থানার মাজার বস্তিতে লুকায়।
পরবর্তীতে টঙ্গী পূর্ব থানা র্যাব-১ এর যৌথ টিম ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরা ফুটেজ ও অন্যান্য আলামত বিশ্লেষণ করে ইমরানকে শনাক্ত করতে সক্ষম হয়।
রবিবার বিকেল সোয়া পাঁচটায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন টঙ্গী জোনের উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) মহিউদ্দিন আহমেদ।
