উখিয়া ক্যাম্পে ইয়াবাসহ তিন রোহিঙ্গা গ্রেপ্তার
উখিয়া-টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১৩:০০, ৮ ডিসেম্বর ২০২৫
ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া তিন রোহিঙ্গা। ছবি: সমাজকাল
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে এক হাজার ৬০০ পিস ইয়াবাসহ তিনজন রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)। তাদের কাছ থেকে চারটি মোবাইল সেটও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, উখিয়ার কুতুপালং ১ ইস্ট ডি-৩ ব্লকের নুর আলমের ছেলে মো. মোজাম্মেল (২৫) এবং ডি-৫ ব্লকের মো. আমিনের ছেলে মো. আরাফাত (২৩) ও মোহাম্মদ আমিনের ছেলে আজমল হোসেন (৩০)।
রবিবার (৭ ডিসেম্বর) বিকালে কুতুপালং ইস্ট-১ ও ওয়েস্টের বিভিন্ন সাব ব্লকে এ অভিযান চালানো হয়।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমিন জানান, সোমবার (৭ ডিসেম্বর) সকালে গ্রেপ্তারকৃতদের উখিয়া থানায় হস্তান্তর ও তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।
