ডেঙ্গুতে মৃত্যু ৪শ’ ছুঁইছুঁই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯:৩৮, ৮ ডিসেম্বর ২০২৫
ডেঙ্গু। ছবি: সংগৃহীত
দেশে ডেঙ্গুতে এবছর মৃত্যু ৪শ’ ছুঁইছুঁই করছে। গত ২৪ ঘন্টায় (সোমবার সকাল আটটা পর্যন্ত) নতুন করে আরও দুইজন মারা গেছে। এ নিয়ে এবছর মোট মৃত্যু দাঁড়ালো ৩৯৮ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের সোমবারের (৮ ডিসেম্বর) ডেঙ্গুর বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে যে দুইজন মারা গেছে, তারা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের হাসপাতালে ভর্তি ছিল। তারা দুজনই পুরুষ। একজনের বয়স ৬০ বছর, অন্যজন ৩৫ বছর বয়সী। তারা দু’জনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে।
এবছর এখন পর্যন্ত যে ৩৯৮ জন ডেঙ্গুতে মারা গেছে, তাদের মধ্যে এ মাসে মারা গেছে ১৬ জন।
২৪ ঘন্টায় দেশের বিভিন্ন হাসপাতালে আরও ৪৫৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে বরিশাল বিভাগে ৫৭ জন, চট্টগ্রাম বিভাগে ৫১ জন, ঢাকা বিভাগে ৫৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৫ জন, খুলনা বিভাগে ৪৪ জন, ময়মনসিংহ বিভাগে ৩২ জন, রাজশাহী বিভাগে ৪৮ জন, রংপুর বিভাগে তিনজন ও সিলেট বিভাগে ছয়জন ভর্তি হয়েছে।
এ নিয়ে এবছর মোট ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়ালো ৯৮ হাজার ২৮৪ জন। এর মধ্যে এমাসের গত আট দিনে ভর্তি হয়েছে ৩ হাজার ৮৮৭ জন।
চলতি বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি মারা গেছে নভেম্বরে, ১০৪ জনের। তার আগে অক্টোবরে ৮০ জন ও সেপ্টেম্বরে ৭৬ জন মারা যায়। এছাড়া আগস্টে ৩৯ জন, জুলাই মাসে ৪১ জন, জুনে ১৯ জন, মে মাসে তিনজন, এপ্রিলে সাতজন, ফেব্রুয়ারিতে তিনজন ও জানুয়ারিতে ১০ জনের মৃত্যু হয়। মার্চ মাসে কোনো রোগীর মৃত্যু হয়নি।
অন্যদিকে, এবছর এখন পর্যন্ত সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে নভেম্বরে, ২৪ হাজার ৫৩৫ জন। এরপর অক্টোবরে ২২ হাজার ৫২০ জন ও সেপ্টেম্বরে ১৫ হাজার ৮৬৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়।
এ ছাড়া জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১ হাজার ৭৭৩ জন, জুনে ৫ হাজার ৯৫১ জন ও আগস্টে ১০ হাজার ৪৯৬ জন রোগী ভর্তি হয়।
২০২৪ সালে দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। এর আগের বছর ২০২৩ সালে ডেঙ্গুতে মারা যায় সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জন এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।
