ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ৪৯০
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭:০০, ৩ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৭:৩৩, ৩ ডিসেম্বর ২০২৫
ডেঙ্গৃু। ফাইল ছবি
এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৯০ জন।
বুধবার (৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের দৈনিক ডেঙ্গু প্রতিবেদনে জানানো হয়, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯১ জনে। আর আক্রান্ত হয়েছে ৯৬ হাজার ৬৭ জন।
প্রতিবেদনে বলা হয়েছে, গত একদিনে ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ময়মনসিংহ বিভাগে ২ জন করে ৪ জন মারা গেছে। অন্যজন মারা গেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনে।
গত একদিনে ঢাকা উত্তর সিটিতে সবচেয়ে বেশি ১০৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৮৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৭ জন, ঢাকা বিভাগে ৭৪ জন, বরিশালে ৫৮ জন, ময়মনসিংহ বিভাগে ৩৩ জন, খুলনা বিভাগে ২৮ জন, রাজশাহী বিভাগে ১৮ জন, রংপুর বিভাগে ৫ জন এবং সিলেট বিভাগে ৩ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
অধিদদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে ৩৯১ জন মারা গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ১৭৯ জনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। এই সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬৬ জন, বরিশাল বিভাগে ৪৭, চট্টগ্রাম বিভাগে ৩১, ময়মনসিংহ বিভাগে ২৪, রাজশাহী বিভাগে ২০, খুলনা বিভাগে ১৩, ঢাকা বিভাগে ৯ এবং সিলেট বিভাগে ২ জন ডেঙ্গুতে মারা গেছে।
বছরের প্রথম দিন থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৯৬ হাজার ৬৭ জন। এর মধ্যে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে বরিশাল বিভাগে ২০ হাজার ৮১৭ জন। আর সবচেয়ে কম ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে সিলেট বিভাগে, ৩৮৬ জন।
