ভর্তি ডেঙ্গু রোগী ৯৭ হাজার ছাড়াল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯:২০, ৬ ডিসেম্বর ২০২৫
ডেঙ্গু রোগীর সংখ্যা ৯৭ হাজার ছাড়িয়েছে। ছবি: সংগৃহীত
দেশে এবছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ৯৭ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় (শনিবার সকাল আটটা পর্যন্ত) নতুন করে বিভিন্ন হাসপাতালে ৪৮৬ জন ভর্তি হয়েছে। এ নিয়ে মোট ভর্তি রোগীর সংখ্যা দঁড়িয়েছে ৯৭ হাজার ৩১৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের শনিবারের বুলেটিনে বলা হয়েছে, নতুন রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১১০ জন, চট্টগ্রাম বিভাগে ৭৭ জন, ঢাকা বিভাগে ৭৬ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৬৬ জন, বরিশাল বিভাগে ৫০ জন, খুলনা বিভাগে ৩৬ জন, রাজশাহী বিভাগে ৩৪ জন, ময়মনসিংহ বিভাগে ৩২ জন ও রংপুর বিভাগে পাঁচজন ভর্তি হয়েছে।
এ নিয়ে এ মাসে মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৯১৬ জন ও মারা গেছে ১২ জন।
চলতি বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নভেম্বর মাসে। ওই মাসে ১০৪ জনের প্রাণ কেড়েছে ডেঙ্গু। তার আগে অক্টোবর মাসে ৮০ জন ও সেপ্টেম্বর মাসে ৭৬ জনের মৃত্যু হয়েছে।
আগস্ট মাসে ৩৯ জন, জুলাই মাসে ৪১ জন, জুন মাসে ১৯ জন, মে মাসে তিনজন, এপ্রিলে সাতজন, ফেব্রুয়ারিতে তিনজন ও জানুয়ারিতে ১০ জনের মৃত্যু হয় ডেঙ্গুতে। মার্চ মাসে কোনো রোগীর মৃত্যু হয়নি।
অপরদিকে ডেঙ্গুতে জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১ হাজার ৭৭৩ জন, এ ছাড়া জুন মাসে ৫ হাজার ৯৫১ জন, অগাস্টে ১০ হাজার ৪৯৬ জন রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া সেপ্টেম্বরে ১৫ হাজার ৮৬৬ জন এবং অক্টোবরে ২২ হাজার ৫২০ জন ও নভেম্বর মাসে ২৪ হাজার ৫৩৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
চলতি বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নভেম্বর মাসে। ওই মাসে ১০৪ জনের প্রাণ কেড়েছে ডেঙ্গু। তার আগে অক্টোবর মাসে ৮০ জন ও সেপ্টেম্বর মাসে ৭৬ জনের মৃত্যু হয়েছে।
