স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির সঙ্গে বাকবিতণ্ডা, চিকিৎসক বহিষ্কার
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: ১৭:৫০, ৬ ডিসেম্বর ২০২৫
স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির সঙ্গে বাকবিতণ্ডা, চিকিৎসক বহিষ্কার। ছবি: সংগৃহীত
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পরিদর্শনে এলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. আবু জাফরের সঙ্গে তর্কে জড়িয়েছেন কর্মরত চিকিৎসক। বাকবিতণ্ডার এক পর্যায়ে ওই চিকিৎসককে বহিষ্কারের নির্দেশ দেন তিনি।
শনিবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার সময় মহাপরিচালক ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শনের সময় ক্যাজুয়াল ওটিতে ঢুকে পড়েন।
এ সময় ওটির ভেতরের পরিবেশ নিয়ে বিরূপ মন্তব্য করায় এর প্রতিবাদ করেন ক্যাজুয়াল ওটির ইনচার্জ ডা. ধনদেব বর্মন।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। ভিডিওতে দুপক্ষকেই রাগান্বিত স্বরে কথা বলতে শোনা গেছে।
এ সময় মহাপরিচালকের সঙ্গে দীর্ঘ সময় বাগবিতণ্ডায় জড়ান তিনি। ক্ষুব্ধ হয়ে মহাপরিচালক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফেরদৌসকে বলেন, এভাবে আপনি হাসপাতালের প্রশাসন চালান। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
এই ঘটনায় হাসপাতালজুড়ে তোলপাড় ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
জানা গেছে, শনিবার সকালে শিশুদের মূত্রাশয় ও প্রজননতন্ত্র সম্পর্কিত রোগের চিকিৎসা বিষয়ক চলমান চিকিৎসার সাম্প্রতিক অগ্রগতি ও চ্যালেঞ্জ নিয়ে একটি সেমিনারে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রধান অতিথি হিসাবে যান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক।
সেখানে অংশগ্রহণের আগে হাসপাতাল পরিদর্শনে গিয়ে সেবার মান, জরুরি বিভাগ পরিচালনা, রোগী ব্যবস্থাপনা ও স্টাফদের উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এসময় ক্যাজুয়ালিটি ইনচার্জ ডা. ধনদেব বর্মন তার বিভাগের সীমাবদ্ধতা, জনবল সংকট এবং দায়িত্ব পালনের চাপে ক্ষোভ প্রকাশ করেন।
একপর্যায়ে ডিজি এবং ওই চিকিৎসকের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়। পরে ডা. ধনদেব বর্মনকে বহিষ্কারের নির্দেশ দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর।
