১২ ডিসেম্বর পর্যন্ত মেডিকেল কোচিং সেন্টার বন্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১:৫৩, ৬ ডিসেম্বর ২০২৫
১-১২ ডিসেম্বর পর্যন্ত দেশের সব ধরণের মেডিকেল কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। ছবি: সংগৃহীত
১-১২ ডিসেম্বর পর্যন্ত দেশের সব ধরণের মেডিকেল কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠেয় এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষা কেন্দ্র করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন এই তথ্য জানান।
অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন বলেন, ‘মেডিকেল কোচিং সেন্টার বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ১ ডিসেম্বর থেকে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত অনলাইন-অফলাইন সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে। আর স্থানীয় প্রশাসনকে নজরদারি করার জন্য বলা হয়েছে।’
আগামী ১২ ডিসেম্বর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা। গত বছর ১৭ জানুয়ারি এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২৮ ফেব্রুয়ারি। সে তুলনায় এবারের পরীক্ষা মাসাধিককাল সময় এগিয়ে আনা হয়েছে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতবছর পর্যন্ত সরকারি ৩৭টি মেডিকেলে পাঁচ হাজার ৩৮০টি ও বেসরকারি মেডিকেলে ছয় হাজার ২৯৩টি আসন ছিল। এবার সরকারি ১৪টি মেডিকেল কলেজের ৩৫৫ আসন কমানো হয়েছে। একই সঙ্গে বাড়ানো হয়েছে তিন মেডিকেল কলেজের ৭৫টি আসন। সব মিলিয়ে মোট ২৮০টি আসন কমানো হয়েছে। অন্যদিকে ৬৬টি বেসরকারি মেডিকেল কলেজে কমানো হয়েছে ২৯২টি আসন।
সবমিলে এবার সরকারিতে পাঁচ হাজার ১০০ এবং বেসরকারি মেডিকেলের আসন সংখ্যা দাঁড়িয়েছে ছয় হাজার একটি।
