রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫

| ২২ অগ্রাহায়ণ ১৪৩২

১২ ডিসেম্বর পর্যন্ত মেডিকেল কোচিং সেন্টার বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১:৫৩, ৬ ডিসেম্বর ২০২৫

১২ ডিসেম্বর পর্যন্ত মেডিকেল কোচিং সেন্টার বন্ধ

১-১২ ডিসেম্বর পর্যন্ত দেশের সব ধরণের মেডিকেল কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। ছবি: সংগৃহীত

১-১২ ডিসেম্বর পর্যন্ত দেশের সব ধরণের মেডিকেল কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠেয় এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষা কেন্দ্র করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

শনিবার (৬ ডিসেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন এই তথ্য জানান। 

অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন বলেন, ‘মেডিকেল কোচিং সেন্টার বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ১ ডিসেম্বর থেকে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত অনলাইন-অফলাইন সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে। আর স্থানীয় প্রশাসনকে নজরদারি করার জন্য বলা হয়েছে।’

আগামী ১২ ডিসেম্বর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা। গত বছর ১৭ জানুয়ারি এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২৮ ফেব্রুয়ারি। সে তুলনায় এবারের পরীক্ষা মাসাধিককাল সময় এগিয়ে আনা হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতবছর পর্যন্ত সরকারি ৩৭টি মেডিকেলে পাঁচ হাজার ৩৮০টি ও বেসরকারি মেডিকেলে ছয় হাজার ২৯৩টি আসন ছিল। এবার সরকারি ১৪টি মেডিকেল কলেজের ৩৫৫ আসন কমানো হয়েছে। একই সঙ্গে বাড়ানো হয়েছে তিন মেডিকেল কলেজের ৭৫টি আসন। সব মিলিয়ে মোট ২৮০টি আসন কমানো হয়েছে। অন্যদিকে ৬৬টি বেসরকারি মেডিকেল কলেজে কমানো হয়েছে ২৯২টি আসন।

সবমিলে এবার সরকারিতে পাঁচ হাজার ১০০ এবং বেসরকারি মেডিকেলের আসন সংখ্যা দাঁড়িয়েছে ছয় হাজার একটি।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায় ভারত: প্রণয় ভার্মা
নির্বাচনে ৮৯% সাংবাদিক নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায়: জরিপ
১২ ডিসেম্বর পর্যন্ত মেডিকেল কোচিং সেন্টার বন্ধ
৬ ডিসেম্বর ১৯৭১ : বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় ভারত ও ভুটান
জুলাই আন্দোলনের অজ্ঞাত ১১৪ শহীদের পরিচয় শনাক্তে সিআইডির উদ্যোগ
জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীরা বই পাবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
সেন্টমার্টিন থেকে ১৮৫০ কেজি বর্জ্য অপসারণ করল কেওক্রাডং
বিএনপি ‘প্রতিশ্রুতির রাজনীতিতে’ বিশ্বাসী: রিজভী
খালেদা জিয়াকে লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত
সিএমপির সব থানার ওসি রদবদল
যে কারণে আমরা মুক্তিযুদ্ধ করতে পেরেছি
৬৪ জেলায় ৬৪ বন্যপ্রাণী কর্মীকে স্বীকৃতি দেবে সরকার
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তফসিল চূড়ান্ত
ডোনাল্ড ট্রাম্প পেলেন ‘ফিফা শান্তি পুরস্কার’
খালেদা জিয়ার সফল এন্ডোস্কোপি
এখনও তফশিল ও ভোটের তারিখ চুড়ান্ত হয়নি: ইসি সচিব
ঠাকুরগাঁও এবারও হলো না দুই বাংলার মানুষের প্রতীক্ষিত মিলনমেলা
ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে তরুণরাই সামনে থাকে: আসিফ নজরুল
আবারও বাড়লো সোনার দাম
খালেদার অসুস্থতায় নির্বাচন পেছানোর যৌক্তিকতা নেই: আমীর খসরু